আসানসোলের হোমে জেলা প্রশাসনের উদ্যোগে দুয়ারে সরকারের শিবির, আবাসিকদের দেওয়া হলো লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্য সাথীর পরিসেবা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ সেপ্টেম্বরঃ আসানসোল পুরনিগমের ৮৪ নং ওয়ার্ডে ইসমাইলের স্বশক্তি হোমে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ” দুয়ারে সরকার “র শিবিরের আয়োজন করা হয়। শিবিরের মাধ্যমে হোমের ৩০ জন মহিলা আবাসিককে লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা দেওয়া হয়।
হোমে এই দুয়ারে সরকারের শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক অভিজ্ঞান পাঁজা, ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা ।দুয়ারে সরকার শিবির থেকে এদিন আধিকারিকরা আবাসিকদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন ।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলায় থাকা হোমগুলিতে এই রকমভাবে শিবিরের আয়োজন করে সরকারি প্রকল্পের সুবিধা আবাসিকদের দেওয়া হবে।
ADDA থেকে কমিউনিটি হলের শিল্যান্যাস হল আদিবাসী পাড়ায়, ৪২লক্ষ টাকা ব্যায়ে