ASANSOLPANDESWAR-ANDAL

RTA বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নিলেন পান্ডবেশ্বরের বিধায়ক

বেঙ্গল মিরর আসানসোল রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিম বর্ধমান জেলার আরটিএ বোর্ডের ( রোড ট্রান্সপোর্ট অথরিটি বা আঞ্চলিক পরিবহন অধিকর্তা) RTA সদস্য হিসেবে বুধবার দায়িত্বভার গ্রহণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ এদিন আসানসোলের আরটিএ দফতরে এসে দায়িত্বভার গ্রহণের পরে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সংবর্ধনা জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , ববিতা দাস, আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল সাবডিভিশন মোটর ট্রান্সপোর্ট ওয়ারকার্স ইউনিয়নের কনভেনার রাজু আলুওয়ালিয়া সহ আরো অনেকে ৷

RTA বোর্ডের সদস্য

দায়িত্বভার গ্রহণের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমার প্রাথমিক কাজ হবে শহরকে যানজট মুক্ত করা ৷ মানুষ যাতে বেশি করে জাতীয় সড়ক ব্যবহার করে, তাও দেখবো। পাশাপাশি টোটো ও অটোর নির্দিষ্ট রুট তৈরী করার জন্য সবার সঙ্গে আলোচনা করবো ৷ একই সঙ্গে শহরের জিটি রোডের বস্তিন বাজার মোড়ে আসানসোলের বাজার লাগোয়া এলাকায় পুরনিগমের পক্ষ থেকে যে পার্কিং জোন তৈরীর উদ্যোগ শুরু হয়েছিলো। কোন কারণে সেই কাজ বন্ধ হয়ে গেছে। সেখানে একটা সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়ে আরটিএ দপ্তরের আধিকারিকদের নিয়ে আমি খুব তাড়াতাড়ি এলাকাটি পরিদর্শন করবো। পাশাপাশি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য ও আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসে সেই সমস্যার সমাধান খুঁজে বার করবো ৷


প্রসঙ্গতঃ, এতদিন জেলা আরটিএ RTA বোর্ডের সদস্য হিসেবে ছিলেন তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু। সম্প্রতি, রাজ্য সরকারের তরফে দাসুকে সেই পদ থেকে সরিয়ে পান্ডবেশ্বরের বিধায়ককে সেই পদ দেওয়া নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে পান্ডবেশ্বরে বিজেপির জিতেন্দ্র তেওয়ারিকে হারিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী.

ইঞ্জিনিয়ার আত্মহত্যার ঘটনার সারা রাজ্য জুড়ে প্রতিবাদ

শহর থেকে গ্রাম শুরু হলো Duare Ration

Leave a Reply