আলপনা বন্দোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল ১৯ সেপ্টেম্বরঃ আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর আলপনা বন্দোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বঙ্গ জননী বাহিনীর পশ্চিম বর্ধমান জেলার সভানেত্রীর দায়িত্ব দেওয়া হলো। শনিবার পশ্চিমবঙ্গ বঙ্গ জননী বাহিনীর রাজ্য সভানেত্রী তথা সাংসদ মালা রায় আলপনা বন্দোপাধ্যায়কে এই ব্যাপারে একটি লিখিত নির্দেশ দিয়েছেন। তাতে বলা হয়েছে আলপনাদেবী শনিবার থেকেই এই পদের দায়িত্ব পালন করবেন।




নতুন দায়িত্ব নেওয়ার পরে আলপনা বন্দোপাধ্যায় বলেন, দল যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথ ভাবে পালন করবো। পশ্চিম বঙ্গ জননী বাহিনীর সংগঠন জেলায় বাড়াতে সচেষ্ট হবোন। প্রসঙ্গতঃ, আলপনা বন্দোপাধ্যায় এর আগে তৃনমুল কংগ্রেসের মহিলা সংগঠনের জেলা সভানেত্রী ছিলেন। সম্প্রতি তাকে সেই পদ থেকে সরানো হয়েছিলো। তার বদলে বর্তমানে তৃনমুল কংগ্রেসের মহিলা সংগঠন জেলা সভানেত্রী করা হয়েছে মিনতি হাজরাকে। ওনাকে সম্বর্দ্ধনা জানিয়েছেন সিকে রেশমা সহ অন্যান্যরা।