দলবদলের জল্পনা উড়িয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গাড়িতে আসানসোলে দলের কার্যকর্তা সভায় জিতেন্দ্র তেওয়ারি, বাবুল সুপ্রিয়কে আক্রমণ, দিলেন উপনির্বাচনে দাঁড়ানোর চ্যালেঞ্জ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২০ সেপ্টেম্বরঃ দলবদলের জল্পনা উড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই গাড়িতে দলের সাংগঠনিক জেলার কার্যকর্তা বৈঠকে যোগ দিতে সোমবার বিকালে আসানসোলে এলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত কয়েকদিন ধরে জিতেন্দ্র তেওয়ারির ফেসবুক ও টুইটার হ্যান্ডলের পোস্টে শুধু অরাজনৈতিক পোস্ট দেখা যাচ্ছিলো। যা দেখে ও পড়ে বিজেপির থেকে তার দূরত্ব লক্ষ্য করা যাচ্ছিলো। যা দেখে জল্পনা তৈরি হয়েছিল তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে আবার যোগদান করতে পারেন।
কিন্তু সোমবার জিতেন্দ্র তেওয়ারি টুইটারে বাবুল সুপ্রিয়র দলবদলের পরে তার করা একটা মন্তব্য নিয়ে একটা পোস্ট করেন। কারোর নাম তাতে অবশ্য জিতেন্দ্র তেওয়ারি করেননি। তারপর এদিন বিকালে আসানসোলে বিজেপি সেন্ট্রাল পার্টি অফিসের সভায় আসেন ও ঝাঁজালো বক্তব্য রাখেন।
বাবুল সুপ্রিয়র দলবদল প্রসঙ্গে তিনি এদিন তীব্র ভাষায় আক্রমণ করে তার দাবি, বাবুল সুপ্রিয় নরেন্দ্র মোদির হাওয়ায় ভোটে জিতেছিল। তিনি চ্যালেঞ্জ করে বলেন বাবুল সুপ্রিয়র ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোলের উপনির্বাচনে দাঁড়িয়ে দেখাক। তিনি বলেন, বাবুল সুপ্রিয় ভালো গান গায়। আবার রানু মন্ডলও ভালো গান গায়। বরং রানু মন্ডল এর এখন জনপ্রিয়তা বেশি বলে তিনি কটাক্ষ করেন। অন্যদিকে তাকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা মিডিয়ার তৈরি বলে এদিন দাবি করেন।
আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় নিয়ে প্রাক্তন মেয়রের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় যখন এই সেন্ট্রাল পার্টি অফিসের আক্রান্তরা আশ্রয় নিয়েছিলেন, তখন আসানসোলের বিজেপি নেতৃত্ব তাদের খোঁজ খবর নিলেও বাবুল সুপ্রিয় আসানসোলে এসেও তাদের সঙ্গে যোগাযোগ করেনি বা খোঁজ নেয়নি। তাই বাবুল সুপ্রিয় একেবারে ভালো সংগঠক নন। এদিনের সভায় আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বাবুল সুপ্রিয় যেকোনো জনপ্রিয়তা নেই তাই এদিনের সভা দেখে প্রমাণ হয়ে গেলো।