খেলা হবে ২০২৪ এ ঃ অভিজিৎ ঘটক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-2024 এ খেলে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে হবে।আসানসোলের উষাগ্রামের তৃণমূলের কার্যালয় উদ্ধোধনী অনুষ্ঠানে একথা জানান INTTUC জেলা সভাপতি অভিজিৎ ঘটক।জানা গিয়েছে বৃহস্পতিবার উষাগ্রামে তৃণমূলের একটি নতুন কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।এদিনের অনুষ্ঠানে এসে পশ্চিম বর্ধমানের INTTUC এর জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন 2024 এ খেলে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে হবে।তবেই দেশের উন্নতি হবে এবং অচ্ছে দিন আসবে।এদিনের অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান INTTUC এর জেলা সভাপতি অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান INTTUC এর জেলা সভাপতি অভিজিৎ ঘটক কি বলেন
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার পরে তিনি বেশি আগ্রাধিকার চালিয়ে যাচ্ছেন খেলাধুলার দিকে তাই তিনি সমস্ত ক্লাব কে আর্থিক সহায়তা পাশাপাশি ফুটবল প্রদান করে যাচ্ছেন তিনি যুবকদের আরো সবল রাখতে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ।তিনি বলেন এখন বেশির ভাগ যুবক মোবাইল এর প্রতি আকৃষ্ট তাই মোবাইলে গেম বেশি না খেলে মাঠে ময়দানে খেলা বেশি শরীরের পক্ষে ভাল ।কারন মাঠে খেলা দুলা করলে শরীর মন দুই ভালো থাকে ।তেমনই আমাদের দিদি ও খেলা চালিয়ে যাচ্ছেন তাই 2024 সে দিদিকে দিল্লিতে বাড়ানোর জন্যেও আমাদের সকলকে খেলতে হবে।
ব্যাগ থেকে উদ্ধার ২৫ টি পিস্তল ও ৪৬ টি কার্তুজ, বরাকরে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ধৃত এক