BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

পিঠাকেয়ারী হাসপাতালে মহিলার মৃত্যু, অভিযোগ তুলে বিক্ষোভ, উত্তেজনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– সালানপুর ব্লকের পিঠাকেয়ারী হাসপাতালে এক প্রসূতি মহিলার মৃত্যুর অভিযোগ তুলে মৃতার পরিজনেরা পিঠাকেয়ারী হাসপাতাল গেটে বিক্ষোভ দেখায়। উত্তেজনা পিঠাকেয়ারী হাসপাতালে চিকিত্‌সার গাফিলতিতে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল পিঠাকেয়ারী হাসপাতালে। বৃহস্পতিবার দুপুর ঘটনাকে ঘিরে হাসপাতালের গেটের সামনে প্রসূতির পরিবারের লোকজন এসে ঘটনার তদন্ত চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।


ঘটনার সম্পর্কে চিতাল ডাঙ্গা গ্রামের বাসিন্দা প্রসূতী মহিলার দাদা দীনেশ রায় জানায় ২১ তারিখ মঙ্গলবার রাত্রী ৭-টার সময় তার কাকার মেয়ে আন্না রায় কে পিঠাকেয়ারী হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু পরিবারের অভিযোগ মঙ্গলবার পেসেন্টকে ভর্তি করা হলেও সেদিন থেকে পেসেন্টকে কোন চিকিৎসা করা হয়নি ।তাছাড়া পরের দিন সকালবেলা পরিবারের লোকেরা 11 টার সময় এসে হাসপাতালে রোগীকে ঠিক করে দেখার জন্যে বলে আর তা না হলে তাদের পেসেন্ট কে আসানসোল হাসপাতালে স্থানান্তরিত করার জন্যে আবেদন জানায় কিন্তু হাসপাতালে কর্মরত ডাক্তার তাদের জানায় যে এখানেই থাকার জন্যে এবং চার ঘণ্টা সময় চেয়ে নেয় তাই পরিবারের লোকেরা ডাক্তারের কথামতো পিঠাকেয়ারী হাসপাতালেই চিকিৎসার জন্য রাখে কিন্তু অনেক সময় পেরিয়ে যাবার পর প্রায় রাত্রি একটা নাগাদ হাসপাতাল থেকে তাদের পরিজনদের ফোন করে জানায় যে তাদের পেসেন্ট দ্রুত আসানসোল হাসপাতালে চিকিৎসার পাঠাতে হবে ।

তাই তড়িঘড়ি প্রসূতি মহিলার পরিজনেরা মঙ্গলবার রাত্রি দুটো নাগাদ চিতাল ডাঙ্গা গ্রামের বাসিন্দা আন্না রায় (23)নামে ওই প্রসূতিকে আসানসোল জেলা
হাসপাতালে নিয়ে গিয়ে জরুরি বিভাগে ভর্তি করানো হয়।কিন্তু ওই মহিলার শারীরিক অবস্থা ভাল ছিল না।সেখানে গিয়ে তারা চিকিৎসক এর কাছে জানতে পারে যে প্রসূতি মহিলার পেটের ভেতর বাচ্চা অনেক আগেই মারা গেছে আর অনেকটাই দেরি করে ফেলেছে তাই মায়ের অবস্থাও আশঙ্কাজনক ।তবে প্রসূতী মহিলাকে প্রসূতি বিভাগে রেখে চিকিত্‌সা শুরু করা হয়।কিন্তু আন্না দেবীও মারা যায়।
এরপরই পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে পরের দিন বৃহস্পতিবার দুপুরে পিঠাকেয়ারী হাসপাতালের ডাক্তার ও নার্সকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্নার পরিবারের সদস্যরা। অভিযোগ কর্তব্যরত নার্স ও ডাক্তার আন্নাকে ঠিকমত চিকিৎসা প্রদান করেনি তাছাড়া তার পরিজনদের গালি গালাজ করা হয় এছাড়া কর্মরত নার্স বেশিরভাগ সময় মোবাইল নিয়ে ব্যাস্ত থাকে।

পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন সালানপুর থানা ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলি ও রূপনরায়নপুর ফাঁড়ি ইনচার্জ রাহুল দেব মন্ডল ও উৎপল ব্যানার্জি সহ বিশাল পুলিশ বাহিনী ।এবং সমাজ সেবী ভোলা সিং ও বিএমওএইচ সুব্রত সিট এসে গোটা ঘটনার শুনে পরিজনদের বিচারের আশ্বাস দেন ।তিনি বলেন তাদের দাবি
হাসপাতালে ঠিকমত ব্যাবহার না থাকার কারনে তাদের এই বিক্ষোভ তাই হাসপাতাল পরিষেবা যেন সচল থাকে সেই ব্যাবস্থা করা হবে ।

পানীয় জলের সম্যসা সমাধানের দাবি নিয়ে DM অফিসে স্মারকলিপি

Babul Supriyo ইস্তফা দেওয়ার আগে দুকোটি কুড়ি লক্ষ টাকার কাজ মঞ্জুর করলেন, দেখে নিন তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *