ASANSOL

পানীয় জলের সম্যসা সমাধানের দাবি নিয়ে DM অফিসে স্মারকলিপি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌরনিগমের 15 নং ওয়ার্ডের সেনরালে এলাকায় পানীয় জলের সম্যসা রয়েছে।এই নিয়ে বৃহস্পতিবার কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে স্মারকলিপি দিলো এলাকাবাসী।এদিনের এলাকার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিদায়ী কাউন্সিলার তথা আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেন।

জানা গিয়েছে সেনরালে এলাকায় দু হাজার মানুষের বসবাস।এই এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সম্যসা রয়েছে।তাই এদিন এলাকার মানুষেরা একজোট কন্যাপুরে জেলাশাসকের অফিসে বাইরে বিখোভ দেখায়।তাদের দাবি অবিলম্বে এই এলাকায় পানীয় জলের সম্যসার সমাধান করা হোক।বিখোভ শেষে জেলা শাসকের অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এলাকার বিদায়ী কাউন্সিলার তথা আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেন।

Leave a Reply