ASANSOL

৫০০ এর বেশি মোবাইল ঝাড়খন্ড ও বেঙ্গল থেকে ছিনতাই, ৫ জনকে গ্রেপ্তার করল বরাকর পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ঝাড়খণ্ডের চিরকুন্ডা এবং বরাকারের আড়াডাঙালের বিভিন্ন এলাকা থেকে গত রাতে বরাকর পুলিশ অভিযান চালিয়ে ৫ জন মোবাইল ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ৭ টি মোবাইলও উদ্ধার করা হয়, ৭ টি মোবাইল ছাড়াও একটি কালো রঙের পালসার মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেফতার অপরাধীদের মধ্যে শাহবাজ আনসারী, তালিব খান,আমিরুল সিদ্দিকী ওরফে মনু বরাকর ফাঁড়ি রোডের বাসিন্দা এবং সনোজ, অঙ্কিত শর্মা ঝাড়খণ্ডের চিরকুন্ডা থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানকারী অনুসারে অপরাধীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে বিগত দুই বছর ধরে ৫০০ এর বেশি মোবাইল ঝাড়খন্ড ও বেঙ্গল থেকে ছিনতাই করে বিক্রী করে।


উদ্ধার করা পালসার মোটর সাইকেলটি আমিরুল সিদ্দিকী ওরফে মনুর এবং সেই মোটরসাইকেল করেই তারা মোবাইল ছিনতাই করে ।তবে তারা জানাই মোটরসাইকেল এর বিনিময়ে যারা অভিযুক্ত মনুকেও ছিনতাই করে মোবাইল বিক্রয়ের ভাগ দিত। ৫ জন গ্রেপ্তার অপরাধীকে আসানসোল আদালত থেকে সাত দিনের রিমান্ডে আনা হয়েছে, জানা যায়, রবিবার বিকেলে শিব মন্দিরে অবস্থিত মহাবীর ইলেকট্রিকের দোকানে ঝাড়খণ্ডের তালডাঙ্গার বাসিন্দা পারস নাথ গড এর পকেট থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছিল যার পরেই পুলিশ অভিযান চালয়ে এত বড় সাফল্য পেয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *