ASANSOLBengali News

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য যজ্ঞ আসানসোলে

बंবেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল তৃণমূল নর্থ ব্লক ২ -এর পক্ষ থেকে কালিপাহাড়ি সংলগ্ন মা ঘাঘর বুড়ি মন্দিরের মহাকালেশ্বর শিব মন্দিরে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে জয়ের জন্য পূজা ও যজ্ঞ করে নর -নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে পৌর কর্পোরেশনের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, নর্থ ব্লক ২ -এর সভাপতি উৎপল সিনহা, তৃণমূলের যুব নেতা বান্টি চক্রবর্তী, হেমন্ত গোস্বামী, দেবাশীষ চক্রবর্তী, গৌতম তিওয়ারি, দুনিয়া রায়, সঞ্জয় পাসওয়ান, বাচ্চু মাঝি, প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্র মুর্মু প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রী সিনহা বলেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিধানসভা নির্বাচনে নতুন আসনে নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন।আর তাই ভবানীপুর থেকে মমতা ব্যানার্জি কে জয়ী দেখার জন্যে ঘাগরবুড়ি মহাকালেশ্বর শিব মন্দিরে পূজাপাঠ ও যাগযজ্ঞ করা হয় এছাড়া,ভক্তদের নর-নারায়ণ সেবার আয়োজন করা হয় । 

কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার নারায়ণ, জয়দেব , নীরদ ও গুরুপদ

সিবিআই ১১.৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগে, BCCL, ECL এর প্রাক্তন সিএমডি সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো

Leave a Reply