ASANSOLBengali News

পুরনিগমের ঠিকাদারদের বকেয়া টাকা, আশ্বাস দিলেন পুর প্রশাসক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৭ সেপ্টেম্বরঃ আসানসোল পুরনিগমের ঠিকাদাররা পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, পুরনিগমের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুকোমল মণ্ডলে ও ফিনান্স আধিকারিক সুকান্ত দত্তর সঙ্গে সোমবার দেখা করেন। বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় । যার মধ্যে অন্যতম ছিলো বকেয়া বিল। ঠিকাদাররা পুর প্রশাসককে বলেন যে দীর্ঘদিন ধরে তাদের করা কাজের বিল বাকি রয়েছে। সামনেই দুর্গাপূজা । এমন অবস্থায় যদি তাদের বকেয়া থাকা টাকা সময়মতো না পাওয়া যায়, তাহলে সব ঠিকাদারকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে।


ঠিকাদারদের আশ্বাস দিয়ে বলেন, যে দুর্গাপুজোর আগে বাকি টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ঠিকাদারদের দিয়ে অনেক কাজ করানো হচ্ছে। সবার কিছু টাকা বকেয়া রয়েছে। যদিও আগের কাজগুলির টাকা পরিশোধ করা হয়েছে। তিনি আরো বলেন, যে সমস্ত ঠিকাদারদের টাকা বকেয়া আছে তাদেরকে দুর্গাপূজার আগে সেই টাকা কিভাবে পরিশোধ করা হবে, তা নিয়ে আলোচনা করা হচ্ছে । এছাড়াও ঠিকাদারদের অন্য সব কিছু তিনি নিজে খতিয়ে দেখবেন বলে পুর প্রশাসক আশ্বাস দিয়েছেন ।

৫০০ এর বেশি মোবাইল ঝাড়খন্ড ও বেঙ্গল থেকে ছিনতাই, ৫ জনকে গ্রেপ্তার করল বরাকর পুলিশ

কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার নারায়ণ, জয়দেব , নীরদ ও গুরুপদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *