BARABANI-SALANPUR-CHITTARANJAN

কেলেজোড়া মাদ্রাসায় ফুটবল প্রদান

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি ঃ বারাবনি ব্লক যুবশক্তি বারাবনি ব্লক আজ পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেজোড়া মাদ্রাসায় ছেলেদের খেলার ফুটবল প্রদান করা হলো এবং ফুটবল পেয়ে মাদ্রাসার ছাত্ররা খুবই খুশি কিন্তু কাছাকাছি কোন ফুটবল মাঠ না থাকার ফলে তারা ছোট জায়গার মধ্যে ফুটবল প্র্যাকটিস করে এবং যুবশক্তির কর্ণধার বরুণ তেওয়ারি কেউ জানানো হয়েছে যে আমাদের একটা ফুটবল মাঠ খুবই দরকার উনি আশ্বাস দিয়েছেন যে আপনারা কোন জায়গায় মাঠ দেখুন আমরা সেটা ফুটবল মাঠ বানিয়ে দেব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার কর্তৃপক্ষ ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য যজ্ঞ আসানসোলে

৫০০ এর বেশি মোবাইল ঝাড়খন্ড ও বেঙ্গল থেকে ছিনতাই, ৫ জনকে গ্রেপ্তার করল বরাকর পুলিশ 

কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার নারায়ণ, জয়দেব , নীরদ ও গুরুপদ 

Leave a Reply