BARABANI-SALANPUR-CHITTARANJAN

প্রায় 10 বছর আগে নিখোঁজ উজ্জল, দুই সংস্থার উদ্যোগে মুম্বাই থেকে ফিরল বাড়ি

বেঙ্গল মিরর, মনোজ শর্মা রিপোর্ট বারাবনি : বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খরাবর গ্রামে আজ থেকে প্রায় 10 বছর আগে উজ্জল বাউড়ি নামে এক মানসিক ভারসাম্যহীন ছেলে নিখোঁজ হয়ে যায় বহু জায়গায় খোঁজার পর আর তার কোন পাত্তা পাওয়া যায় নাই প্রায় 10 বছর পর মুম্বাইয়ে re ability e foundation পক্ষ থেকে কয়েকদিন আগে উজ্জ্বল বাউরী কে তার গন্তব্য স্থানে নিয়ে এসে পৌঁছে দিয়ে যায় এবং তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বারাবনি সংকল্প সেবা সমিতি

কয়েকদিন আগে মুম্বাই স্বেচ্ছাসেবী সংস্থা বারাবনির সংকল্প সেবা সমিতি সঙ্গে ওভার ফোনে কথা-বার্তা হয়েছিল যে এই ধরনের একজন ছেলেকে পাওয়া গেছে সে নিজের এতদিন পর বাড়ির ঠিকানা বাবার নাম বলছে তো আমরা কিভাবে তাকে বারাবনি তে পৌঁছে দেবো এবং সেই ঠিকানাতেই এসে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ছেলেটিকে তার বাড়ি খরাবর গ্রামে পৌঁছে্ দেব.

কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার নারায়ণ, জয়দেব , নীরদ ও গুরুপদ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *