ASANSOL

ধর্ষণের দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ, কিশোরীকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-এক কিশোরীকে মাসের পর মাস ধরে ধর্ষণ করার ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল সেকেন্ড জজ ও পকসো আদালত। পাশাপাশি এই ঘটনায় সরকারি উকিল বিচারকের কাছে ওই কিশোরীর হয়ে ক্ষতিপূরণের আবেদন জানালে কিশোরীকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করে আদালত । যদিও অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন তাকে ফাঁসানো হয়েছে । 

ধর্ষণের দোষীকে যাবজ্জীবন

উল্লেখ্য ২০১৮ সালের ২১ ডিসেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকা অবস্থায় ওই কিশোরীকে শ্লীতাহানি এর অভিযোগ ওঠে আসানসোল উত্তর থানার বাসিন্দা কিরণ হাজার বিরুদ্ধে । পরে ওই কিশোরীকে তার মা জিজ্ঞাসা করলে সে জানায় গত এক বছর ধরে কিরণ হাজরা নামের ওই ব্যক্তি তাকে কখনো চকলেট কখনো টাকার প্রলোভন দিয়ে এলাকার বিভিন্ন জঙ্গলপূর্ণ এলাকায় , বা কমিউনিটি হলে নিয়ে গিয়ে তাকে বার বার ধর্ষণ করে .এরপরে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে কিরন হাজরার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

পরে আসানসোল উত্তর থানার পুলিশ অভিযুক্ত কিরন হাজরাকে গ্রেফতার করে, এবং তার বিরুদ্ধে পকসো মামলা দায়ের করা হয় ।আসানসোল আদালতে দীর্ঘ প্রায় দু’বছর ধরে মামলা চলার পর বুধবার আসানসোল সেকেন্ড জজ ও পকসো আদালত অভিযুক্ত কিরন হাজরাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সরকারি পক্ষের আইনজীবী শ্রী তাপস উকিল জানিয়েছেন এদিন আসানসোল আদালতের সেকেন্ড জজ ও পস্ক আদালতের বিচারক শরণ্য সেন প্রসাদ কিরণ হাজরাকে সব দিক বিচার করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । পাশাপাশি দুস্থ পরিবারের ওই কিশোরী যাতে ক্ষতিপূরণ পান তার জন্য আবেদন জানানো হলে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের মঞ্জুর করেন।এই ক্ষতিপূরণের টাকা দেবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ।

Babul Supriyo প্রধানমন্ত্রীকে নিশানা বাঙালিদের ‘বিশ্বাস’ করেন না 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *