ডিশেরগড়ে বড় অস্ত্র কারখানার সন্ধান, প্রচুর পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির যন্ত্রপাতি ও উদ্ধার

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ।আসানসোল। জেলার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র কারখানার সন্ধান পেল ডিশেরগড়ে কুলটি থানার পুলিশ। এই কারখানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির যন্ত্রপাতি ও উদ্ধার করা হয়েছে জানা গেছে। গত ২৩শে সেপ্টেম্বর বরাকর চেকপোস্টের কাছে আশ মোহাম্মদ নামে কুলটি থেকে ধানবাদ এর দিকে বাইকে করে 25 টি সাত এমএম পিস্তল এবং 46 টি ম্যাগাজিন সরবরাহ করতে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। তাঁকে গ্রেপ্তার করার পর উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে আনোয়ার খান ওরফে রশিদ এবং আফতাব খান কে গ্রেপ্তার করে আনা হয় ।


এদের পাঁচদিনের পুলিশ হেফাজতে নেয়া হয় ।একই সঙ্গে এদের তিনজনকে বসিয়ে কুলটি পুলিশ জিজ্ঞাসাবাদের পর দিশেরগড়ে একটি বছরখানেকের নির্মীয়মাণ বাড়ির নিচতলায় অস্ত্র কারখানার সন্ধান পায় ।সেখান থেকে সাতটি 7.62 এমএম পিস্তল কুড়িটি আনফিনিশড পিস্তল 14টি ম্যাগাজিন পাঁচটি আনফিনিশড ম্যাগাজিন এবং 13 রাউন্ড গুলি উদ্ধার করেছে ।
কুলটির দায়িত্বে থাকা ওমর আলী মোল্লার নেতৃত্বে একটি দল শুক্রবার বিকেলে কুলটিতে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডি সি পশ্চিম অভিষেক মুদি ।তিনি বলেন এদের জিজ্ঞাসা করে জানতে পারা যাবে গত একবছরে কোথায় কোথায় তারা এইসব অস্ত্র তৈরি করে বিক্রি করেছে। তবে মুঙ্গের থেকে লোকেরা এসে এই কাজ কোরতো ।ওই বাড়ির যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তারা।