BARABANI-SALANPUR-CHITTARANJAN

বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ,” প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট “

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দেশজুড়ে যখন অতিমারির পরিস্থিতি এবং করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এইসব এর মধ্যেও নদীয়া জেলার সাঁওতাল আদিবাসী বাচ্চাদের জন্য বাংলার পূজা উৎসবের প্রাক্কালে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলো, কলকাতার ” প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট ” নামক স্বেচ্ছাসেবী সংস্থা।
নদীয়া ব্যাসপুর কুটির পাড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে, ৩০,০৯,২০২১ তারিখ বৃহস্পতিবার ব্যাসপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে এই সংস্থার সক্রিয় সদস্যদের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাঁওতাল বাচ্চাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। তার সাথে ছিল ওদের জন্য টিফিন এর ব্যবস্থা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে উৎসাহ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো।


বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট – এর কর্ণধার অনুশুয়া মন্ডল ও অন্যান্য সক্রিয় সহযোদ্ধারা ( সুচেতা রায় চৌধুরী, অর্ক জোয়ারদার, সঞ্জিত বিস্বাস, সুজন হালদার, সন্তু মল্লিক ও কৃষ্ণা ঘোষ )
অনুশুয়া মন্ডল বলেন, সাঁওতাল বাচ্চাদের জন্য দুর্গাপূজা উপলক্ষে নতুন জামাকাপড় দিয়ে ওদের সাথে আমরা উৎসবের আনন্দ ভাগ করে নিলাম। তিনি আরো জানান, আমাদের এই সংস্থা সমাজে পিছিয়ে পরা মহিলা থেকে শুরু করে ফুটপাতবাসী বাচ্চাদের জন্য নিরন্তর কাজ করে চলেছে। আগামী দিনে আমরা সবার সহযোগিতা নিয়ে, আরও বিভিন্ন রকম সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।।

আসানসোলের কাল্লা ও দোমহানি রাস্তায় ফাটল, যান চলাচল বন্ধ, বন্ধ হয়েগেল বাংলা- ঝাড়খণ্ড সীমানায় অজয় নদের উপর তৈরি হওয়া সিধু কানু সেতুর যানচলাচল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *