BARABANI-SALANPUR-CHITTARANJAN

কুয়োতে পড়ে মৃত্যু

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনডি গ্রামে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ গ্রামে একটি কুয়ো উপরে বসেছিলেন বছর পঞ্চাশেক
কেষ্ট বাউরী এবং ওইখান থেকেই কুয়োতে পড়ে যায় ঘটনার মধ্যেই স্থানীয় মানুষরা ছুটে এসে তোলার খুবই চেষ্টা করে কিন্তু অন্ধকারে ঠিকমতো তুলতে না পারায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় কেষ্ট বাউরী দমকল খবর দেয়া হয়েছিল কিন্তু দেরি করায় স্থানীয় গ্রামের মানুষরাই মৃতদেহ বার করে নেয়।

Leave a Reply