BARABANI-SALANPUR-CHITTARANJAN

জামগ্রামে দুর্গাপূজা উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাঙালির প্রধান উৎসব শ্রী শ্রী শারদীয়া দূর্গোৎসবের আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হল বারাবনি ব্লকের জামগ্রামে। বৃহস্পতিবার সকালে বারাবনি ব্লকের জামগ্রামের বাউনপাড়া সার্ব্বজনীন গ্রামীন দুর্গাপূজা মন্ডবের ফিতা কেটে দূর্গাৎসবের উদ্বোধন করেন বারাবনি বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় মহাশয়।


তাছাড়া এদিন এই অনুষ্টানে বিধায়কের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক সভাপতি অসিত সিং ও জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব পোদ্দার ।এদিন বিধায়ক জানান বারাবনি বিধানসভার বিভিন্ন জায়গায় জাকজমক ভাবেই সরকারি বিধিনিষেধ মেনেই পূজা মন্ডবে শারদীয়া দূগাৎসব আয়োজন করা হয়েছে।


আসানসোল-দুর্গাপুরে দুর্গাপুজোয় জানুন কেমন হবে ট্রাফিক ব্যবস্থা, কোথায় থাকবে “NO ENTRY”, কোথায় ONE WAY
 

আসানসোলে বিভিন্ন পুজো মন্ডপ ঘুরে দেখলেন পুলিশ কমিশনার, করোনা কালে স্বাস্থ্য বিধি ও হাইকোর্টের নির্দেশ মানতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *