বন্যাবিধ্বস্ত গ্রামের শিশু, কিশোর-কিশোরীদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন শিক্ষক বিশ্বনাথ মিত্র
বেঙ্গল মিরর, আসানসোল : মহাসপ্তমীর সকালে বন্যাবিধ্বস্ত নুনিয়াবুড়ি কোরাপাড়া গ্রামের সমস্ত শিশু কিশোর-কিশোরীদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র ৷ তিনি এদিন সকালেই অন্য দুই সমাজ কর্মী অনির্বাণ বনিক এবং সুজিতবাবুকে নিয়ে নুনিয়াবুড়ির এই গ্রামে সম্প্রতি নুনিয়া নদীর ভয়াবহ বন্যায় বিনষ্ট হওয়া ঘরবাড়ি পরিদর্শনে যান ৷ তারপর সেখান থেকে এক কিলোমিটার দূরে আর সি আই প্রাইমারি স্কুলে আশ্রয় নেওয়া ৩৬ টি পরিবারের ৬০ জন ছেলেমেয়ের হাতে নতুন পুজোর বস্ত্র তুলে দেন ৷




বিশ্বনাথবাবু বলেন, এর আগে তারা এইসব পড়ুয়াদের ভেসে যাওয়া পড়ার বইখাতা প্রদান করেছেন ৷ তিনি বলেন, আজকের পোষাকের ব্যয়ভার সম্পূর্ন বহন করেছেন আসানসোল মেন স্টেট ব্যাঙ্কের ম্যানেজার সুজিত দেব, শিক্ষক দেবজিৎ রায়, রেলের বানিজ্যিক কর্মী রূপা ঘোষাল এবং দূর্গাপুরের শিক্ষিকা উর্মিলা চ্যাটার্জি, রেলকর্মী শুভান চৌধুরী ৷ এছাড়া তাদের পাশে দাঁড়িয়েছে বি এন ঘাঁটী ৷ ছেলেদের সার্ট-প্যান্ট, টি-শার্ট এবং মেয়েদের শালোয়ার কামিজ, চুড়িদার এদিন দেওয়া হয় ৷ সপ্তমীর দিন আয়ুষ রাকেশ, পূজা, মিতা, বেবিরা নতুন জামা পেয়ে খুব খুশী ৷ তারা জানালো এই নতুন পোষাক পরেই বিকালে ঠাকুর দেখতে বেরোবে ৷
FOSBECCI এর দুর্গাপূজা Award : পুরস্কৃত করা হল শিল্পাঞ্চলের সেরা পুজো কমিটিগুলিকে
মেজিয়া ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু হল রানীগঞ্জের বাসিন্দার