BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনির সাতটা গ্রামকে খিচুড়ি বিতরণ

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা :  বারাবনি ব্লকের চরণপুর তিন নম্বর রেলওয়ে সাইডিং  এর দূর্গা পূজায়  প্রতিবছরের ন্যায় এই বছরও  একাদশীর দিনে সাতটা  গ্রামকে খিচুড়ি বিতরণ করা হলো যেখানে  আনুষ্ঠানিকভাবে খিচুড়ি ভোগ বিতরন করেন  পশ্চিম বর্ধমান  জেলা পরিষদের সদস্য তথা বনভূমির পশ্চিম বর্ধমানের পূজা মাড্ডি এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবলু হাঁসদা পূজা কমিটির সদস্যরাম ঈশ্বর পাশওয়ান রাম পারভেজ পাশওয়ান, শৈলেন্দ্র প্রসাদ ভূপেন বাউরী গণেশ বাউরী দীপেন বাউরি সুজিত বাউরী। 

লজ মালিক এর গলায় দড়ি দেওয়া মৃতদেহ কোয়ার্টার থেকে উদ্ধার 

Weather Report : ফের বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় 

Leave a Reply