BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন রেল শহরে দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে উপচে পড়া ভিড়

বেঙ্গল মিরর,কাজল মিত্র :-পুজো আসতে আসতেই মায়ের যাবার পালা আর তাই দুর্গাপুজোর চারদিন কাটিয়ে উঠতে না উঠতেই দেবী দুর্গা প্রতিমকে বিসর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে মানুষের অনেকটাই কষ্ট।বাঙালির এই বড় উৎসবে চারদিন ধরে চলে খাওয়া-দাওয়া থেকে হৈ হুলর। মাতৃ আরাধনায় মেতে থাকেন সকলেই। কিন্তু সকলের মুখে দুঃখের ছায়া নেমে আসে ঠিক এই বিজয়া দশমীর দিন।এই দিন মা দুর্গাকে বিসর্জন দেবার পালা আর তাই বাঙালির মনে দুঃখের ভোরে উঠে।2021 সালের দুর্গাপুজো সরকারি নির্দেশিকা এবং কোভিড বিধি মেনে সম্পন্ন হয়েছে। এবং যথারীতি বিজয় দশমীর দিন বিসর্জন কোভিদ পরিস্থিতিকে মাথায় রেখে মা দুর্গার বিসর্জন প্রক্রিয়াও চলছে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে।

গতকাল ছিল বিজয়াদশমী চিত্তরঞ্জন রেলের শহরে অনেকগুলি দুর্গাপূজা হয়। এবং চিত্তরঞ্জন রেল প্রশাসনের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের কোভিড বিধি মেনে শুক্রবার চিত্তরঞ্জন এর বেশ কিছু প্রতিমা বিসর্জন করা হয়েছে।তবে যে সকল পল প্রতিমা বিসর্জনে বাকি রয়েগেছিল সেগুলি প্রশাসনের সহযোগিতায় শনিবার কোভিড বিধি মেনেই চিত্তরঞ্জন রেল শহরের বড় ডেম্প এ বিসর্জন করা হয়েছে। পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তারা প্রশাসনের এই ব্যবস্থায় খুবই খুশি তারা সকলেই প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে বিসর্জন বিধি সম্পূর্ণ করছেন বলে জানিয়েছেন।

লজ মালিক এর গলায় দড়ি দেওয়া মৃতদেহ কোয়ার্টার থেকে উদ্ধার

Weather Report : ফের বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *