কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ফেসবুক অ্যাকাউন্ট নকল করে ম্যাসেঞ্জারে অর্থ সাহায্য চাওয়া, চরম দুশ্চিন্তায় ইতিহাস বিভাগের প্রধান
বেঙ্গল মিরর, আসানসোল : রাতের ঘুম উড়ে গিয়েছে রবিবার রাত থেকেই । চরম আতঙ্কে কাটাচ্ছেন অধ্যাপকের পরিবার । সোমবারেও লাগাতার ফোন আসছে । একটাই কথা “ কি এমন হয়েছে ফেসবুক ম্যাসেঞ্জারে অর্থ সাহায্য চাইছেন ? অ্যাকাউন্ট নম্বর দিন টাকা পাঠাচ্ছি” । বারবার একই কথা বলতে বাধ্য হচ্ছেন অধ্যাপক “ আমি কারো কাছে কোন অর্থ চাই নি। আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কিম্বা নকল্ভাবে তৈরি করে অর্থ সাহায্য চাইছে । দয়া করে কেউ টাকা দেবেন না”। চরম উৎকণ্ঠায় অধ্যাপকের পরিবার কি করে এই চরম বিড়ম্বনা থেকে তারা উদ্ধার পাবেন ।




গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রদীপ কুমার দাস গতকাল রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ এক ছাত্রের ফোন পান । সেই ছাত্র বলে আপনি ম্যাসেঞ্জারে ৫ হাজার টাকা চেয়েছেন আপনার খুব প্রয়োজন । আপনি স্যার অ্যাকাউন্ট নম্বর দিন আমি টাকা পাঠাচ্ছি বলে ছাত্রটি । প্রথমে অবাক হয়ে যান অধ্যাপক ডঃ প্রদীপ বাবু । তিনি বলেন আমি কোন টাকা চাইনি । কি হয়েছে তা জানতে চান অধ্যাপক । ছাত্রটি ফোনের স্ক্রিন শট পাঠিয়ে দেয় । এরপরে রবিবার রাতেই ৩০ টির বেশি ফোন আসে । সব ফোনের অন্যপ্রান্ত থেকে একটাই কথা । বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক , স্কুল শিক্ষক , ব্যাঙ্ক কর্মচারী যারা অধ্যাপকের ফেসবুক বন্ধু রয়েছেন তারা সবাই ফোন করে চলেছেন । সোমাবারেও ফোন আসার বিরাম নেই ।

অধ্যাপক ডঃ প্রদীপ কুমার দাস বলেন তিনি রবিবার রাতেই কাঁকসা থানায় ফোন করেন এবং তাদের কথা মতো আজ সকালে কাঁকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন । অধ্যাপক জানান কাঁকসা থানার নির্দেশ মতো তিনি এখন দুর্গাপুর থানার ক্রাইম ব্রাঞ্চে সাইবার বিভাগে অভিযোগ দায়ের করবেন । অধ্যাপক বলেন এই ঘটনা তার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে , আশা করি পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবেন এবং অপরাধীকে গ্রেফতার করে তাকে এই চরম বিড়ম্বনার হাত থেকে মুক্তি দেবেন ।
Weather Report : ফের বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায়