Bengali NewsDURGAPURWest Bengal

অবৈধ সম্পর্কের জের আত্মঘাতী যুবক, এলাকায় উত্তেজনা, ভাঙচুর অভিযুক্ত মহিলার বাড়ি

বেঙ্গল মিরর, দুর্গাপুর:: বেশ কয়েক মাস ধরে মোবাইলে হোয়াটস্যাপ মারফত সম্পর্ক তৈরী হয়েছিল দূর্গাপুরের কাঁকসার রূপগঞ্জের বছর ২৪এর প্রশান্ত ঘোষের সাথে পাড়ারই এক বিবাহিত মহিলার। এইবারের পুজোয় অষ্টমীর দিন দুই জনের এই সম্পর্কের কথা জানাজানি হতেই বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।দুই পরিবারকে নিয়ে পুলিশ মধ্যস্থতায় বসে, কিন্তু সম্পর্কের যবনিকা টানতে রাজি ছিল না প্রশান্ত। আর যার যবনিকা পড়লো প্রশান্তর মৃত্যুর মধ্যে দিয়ে।

অবৈধ সম্পর্কের জের আত্মঘাতী
last post by prasanta

বুধবার গভীর রাতে কাঁকসার রূপগঞ্জ গ্রামে নিজের কাকার বাড়িতে গিয়ে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয় প্রশান্ত, আর নিজের হোয়াটস্যাপ স্ট্যাটাসেও সেই বিবাহিত মহিলার সাথে ভালোবাসার সম্পর্কের কথা লেখার পরই আত্মহত্যা করে প্রশান্ত, মৃত্যুর কারণ হিসেবে ঐ বিবাহিত মহিলার সাথে ভালোবাসার সম্পর্কের কথাও হোয়াটস্যাপ স্ট্যাটাসে লিখে দিয়ে যায়। এইদিকে প্রশান্তর মৃত্যুর খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে ওঠে কাঁকসার রূপগঞ্জ এলাকা, উত্তেজিত গ্রামবাসীরা ব্যাপক ভাঙচুর চালায় ঐ মহিলার বাড়িতে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মলানদিঘি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী, উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে অভিযুক্ত মহিলা ও তার পরিবারের লোকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের দাবি কোনোভাবেই ঐ মহিলাকে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না।টানটান উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন রয়েছে গ্রামে।

তৃণমূল কর্মীদের দ্বারা হেনস্থার অভিযোগ, কাজ বন্ধ করে প্রতিবাদে পৌরনিগমের সাফাই কর্মীরা

Durgapur তৃণমূলের ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের 

Leave a Reply