আসানসোলের জেলা বিজেপি নেত্রী এবার দল ছাড়লেন
রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২৫ অক্টোবরঃ দলের জেলা নেতৃত্বর কাছ থেকে শোকজের চিঠি পাওয়ার পরেই দল ছাড়লেন আসানসোল জেলা বিজেপির নেত্রী সুধা দেবী। সমাজকর্মী তথা ব্যবসায়ী হিসাবে পরিচিত সুধা দেবীর এখন রাজনীতির প্রতি মোহভঙ্গ হয়েছে। তাই তিনি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন। সোমবার সন্ধ্যায় আসানসোলের কোর্ট মোড় সংলগ্ন নিজের হোটেল এক সাংবাদিক বৈঠকে সুধা দেবী রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন।




প্রসঙ্গতঃ এর আগে গত ৩০ জুন বিজেপি নেত্রী সুধা দেবী বিজেপির জেলা সম্পাদক ও দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই সময় সুধা দেবী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছিলেন যে আমি সুধা দেবী বিজেপির আসানসোল জেলা সম্পাদক ও ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পদ ছাড়ছি।আমি শুধু আসানসোল জেলায় বিজেপি কর্মী হিসেবে থাকতে চাই।
কিন্তু এবার তিনি এদিন প্রকাশ্যে বিজেপি ছাড়ার এবং রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা করলেন। এদিন তিনি বলেন, আপাতত আমি ও আমার পরিবার ব্যবসার দিকে মনোনিবেশ করতে চাই। তিনি আরো বলেন, আমি আগের মতোই সমাজের অভাবীদের সেবা করার কাজ চালিয়ে যাবে। এর জন্য রাজনীতি করার দরকার নেই।
যদিও, এদিন বিজেপির জেলা সভাপতি তথা দূর্গাপুরের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, নেত্রী সুধা দেবী দল ছেড়েছেন এমন তথ্য আমার জানা নেই তবে, দল বিরোধী কাজের জন্য এদিন তাকে দলের তরফে শোকজ করা হয়েছিলো। তার জবাব তলব করা হয়েছিলো। তিনি দলে থেকেও সোশাল মিডিয়ায় দল বিরোধী বিভিন্ন মন্তব্য করে পোষ্ট করছিলেন। দল এইসব কাজ কোনভাবেই বরদাস্ত করবে না।
উল্লেখ্য, সদ্য তৃনমুল কংগ্রেসে যোগ দেওয়া আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র খুবই ঘনিষ্ঠ ছিলেন এই সুধা দেবী।
BJP में पुराने कार्यकर्ताओं की औकात नौकरों वाली हुई, सुधा देवी के सनसनीखेज पोस्ट से मचा बवाल