Bengali NewsWest Bengal

WB School Reopens : রাজ্যে প্রায় দু’বছর পর স্কুল খুলতে চলেছে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: অবশেষে প্রতীক্ষার অবসান। প্রায় দু’বছর পর স্কুল খুলতে চলেছে রাজ্যে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামী ১৫ নভেম্বর সোমবার থেকেই স্কুল খোলা হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন । রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে উত্তরকন্যায় বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো শেষে ১৫ নভেম্বর থেকেই স্কুল খোলার বিষয়টিও দেখে নিন। তার আগে স্কুলগুলি পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। এদিকে ১৫ তারিখের পর থেকে আবারও দুয়ারে সরকার শুরু হবার কথাও বলেন তিনি।ভোটের কারণে কয়েকটি জায়গায় দুয়ারে সরকার শিবির করা যায়নি
বলে এবার শুধু মাত্র ভবানীপুর, মুর্শিদাবাদের দুই জায়গায় এই শিবির হবে।

mamata Banerjee File photo

উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বলেন, “যে সব জায়গায় দুয়ারে সরকার ভোটের জন্য করা যায়নি সেখানে দুয়ারে সরকার হবে। ৪ তারিখে কালীপুজো। ৬ তারিখে ভাইফোঁটা। ১০ আর ১১ তারিখ ছট পুজো। ১৩ তারিখে জগদ্ধাত্রী পুজো। যা করার তা ১৫ তারিখ থেকে করতে হবে। স্কুল কলেজ খোলার ব্যাপারেও ১৫ তারিখ থেকেই করে দাও। তার আগে স্কুল কলেজগুলি পরিষ্কার করতে হবে। সেগুলিও মাথায় রাখতে হবে।”

জেনে রাখা ভালো, করোনা আবহে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে বিভিন্ন রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত গৃহীত হলেও পশ্চিমবঙ্গের স্কুলগুলি খোলেনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন, কালীপুজোর পর থেকেই স্কুল খুলে দেওয়া হবে। যখন তিনি ওই কথা বলেছিলেন সেই সময় বলেন, পরিস্থিতির দিকে নজর রেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। অবশেষে সেই সিদ্ধান্তেই বাস্তবক্ষেত্রে সিলমোহর পড়ল।তবে গুরুত্বপূর্ন বিষয় হলো এই মুহূর্তে কলকাতা ও রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। সে ক্ষেত্রে কালীপুজোর পর স্কুল খোলার পরিস্থিতি কতটা অনুকূল থাকবে তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে

SAIL WAGE REVISION TODAY CITU करेगी विरोध, बताया श्रमिक विरोधी

Spiderman Durgapur में, Video Viral, बड़ा सवाल कौन था