অশোক রুদ্র পেলেন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ( WBTPTA) সভাপতি অশোক রুদ্রকে তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে কলকাতার তৃণমূল ভবনে বসার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। যাতে তিনি কর্মীদের সাথে দেখা করতে পারেন এবং তাদের গাইড করতে পারেন। তিনি প্রতি বুধবার দুপুর ১টা থেকে সেখানে বসবেন যাতে তিনি সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই দায়িত্ব পাওয়ার পরে সমর্থকদের মধ্যে বিরাজ করছে আনন্দের জোয়ার। তিনি হলেন পশ্চিম-বর্ধমান জেলার একমাত্র নেতা যিনি এই দায়িত্ব পেয়েছেন।



