ASANSOL

দুঃস্থ শিশুদের আগামী তিন মাসের পুষ্টিকর জলখাবার জন্য আমেরিকা থকে সাহায্যের হাত বাড়ালেন পুলক চক্রবর্তী

বেঙ্গল মিরর, আসানসোল : সীতারামপুরের দুঃস্থ শিশুদের আগামী তিন মাসের জন্য প্রতিদিনের পুষ্টিকর শুকনো জলখাবার বাবদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করলেন আমেরিকার প্ৰখ্যাত CMCI কোম্পানির CEO এবং President পুলক চক্রবর্তী। ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র এ প্রসঙ্গে জানালেন, এর আগেও ভার্জিনিয়ার ফেয়ারফাক্স শহরের প্রবাসী ভারতীয় পুলকবাবু সারা কোভিড কালে সীতারামপুর লছিপুরের শতাধিক অভাবী দুঃস্থ বাচ্চাদের প্রত্যেক দিনের দুপুরের খাবারের জন্য বারবার হাত বাড়িয়ে দিয়েছেন ।

এখানেই শেষ নয়। শীতে এখানকার অবহেলিত বাচ্চারা যাতে কষ্ট না পায় সেইজন্য প্রত্যেককে গত নভেম্বর মাসে শীতবস্ত্র প্রদান করেছেন। তিনি আরও বলেন, এঁর অধীনে ১৬০ জন professionals কাজ করেন। অথচ ইনি একজন অগাধ বিনয়ী এবং অহংকারশুন্য মহানুভব ধার্মিক বাঙালি। একই শহরের বাসিন্দা আসানসোলের বারাবনির ভূমিপুত্র প্রবাসী পল উপাধ্যায় ফোনে পুলকবাবু সম্বন্ধে জানালেন, তিনি ফেয়ারফাক্স শহরে নিজের বাড়িতে দুর্গাপূজা করেন। যে হাত দিয়ে তিনি ঈশ্বরকে অর্ঘ্য প্রদান করেন সেই হাত দিয়েই হাজার হাজার মানুষকে অন্নবস্ত্র দিয়ে সাহায্য করেন। সে আমেরিকাই হোক বা হাজার হাজার মাইল দূরে আসানসোলের প্রান্তিক অঞ্চল সীতারামপুরের লছিপুর হোক।

Leave a Reply