Local Train Service Resume : ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল শুরু ৩১ থেকে, কালীপুজো, দেওয়ালি ও ছটপুজোতে ছাড়ের ঘোষণা
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: Local Train Service Resume কালীপুজো, দেওয়ালি ও ছটপুজো উপলক্ষে রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করা হল। কালীপুজো, দেওয়ালি ও ছটপুজোতে ছাড়ের ঘোষণা নবান্নের তরফে। শুক্রবারই নবান্নের তরফে মুখ্যসচিবের স্বাক্ষর করা একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কালীপুজো উপলক্ষে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এবং ছটপুজো উপলক্ষে ১০ ও ১১ নভেম্বর রাত্রিকালীন কোনও কড়াকড়ি থাকবে না।
জেনে রাখা ভাল যে, করোনা পরিস্থিতিতে এর আগে বিধিনিষেধের যে নির্দেশিকা নবান্ন জারি করেছিল তার মেয়াদ শেষ হচ্ছে আগামী শনিবার অর্থাৎ ৩০ অক্টোবর । রবিবার থেকে নতুন বিধি নিষেধ বলবৎ হবে। কিন্তু এবারের নির্দেশিকায় বহু ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল শুরু করার কথা বলা হয়েছে। তবে রাত্রিকালীন যে বিধি নিষেধ অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যান চলাচল এবং সাধারণ মানুষের বাইরে বেরোনো তা নিষিদ্ধই থাকছে ৩০ নভেম্বর পর্যন্ত।
তবে উৎসবের দিনগুলিতে ব্যতীক্রম হবে। কালীপুজো, ছটপুজো উপলক্ষে মোট ছ’দিন রাতে রাস্তায় বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। একই সঙ্গে ৩১ অক্টোবর থেকে সিনেমা হল, থিয়েটার হল, সদন, মঞ্চ, অডিটরিয়াম, স্টেডিয়াম, শপিংমল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ, স্পা, জিমও খোলা যাবে ৭০ শতাংশের উপস্থিতি নিয়ে। তবে এগুলির সবকটি রাত ১১টার পর কোনও মতেই খোলা রাখা যাবে না।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জমায়েতের (Indoor Gathering) ক্ষেত্রেও ৭০ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। বিয়ে, সিনেমার শুটিং, টেলিভিশনের কোনও অনুষ্ঠান কিংবা অডিয়ো রেকর্ডিং অনুষ্ঠানে ৭০ শতাংশের উপস্থিতিতে নিয়ে চলার অনুমতি দেওয়া হয়েছে। আউটডোর অ্যাকটিভিটির ক্ষেত্রে সিনেমার শুটিং কিংবা টেলিভিশনের অনুষ্ঠানের জন্য সমস্ত রকম কোভিড বিধি মেনে কাজ করতে হবে।
Local Train Service Resume সরকারি অফিসের ক্ষেত্রে এমার্জেন্সি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্তদের ১০০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
নন এমার্জেন্সি ও নন এসেনশিয়াল সার্ভিসের ক্ষেত্রে ৫০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। তবে সর্বক্ষেত্রেই সমস্তরকম কোভিড বিধি মেনে চলতে হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার আগের মতোই নিয়ম মেনে করতে হবে। নবান্নের নির্দেশাবলিতে উল্লেখ রয়েছে যে অতিমারি আইন ( Disaster Management Act, 2005) কোনও ভাবে ভাঙা হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
VOTER LIST সংশোধনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক, ১ নভেম্বর থেকে
WB SCHOOLS REOPEN : ১৬ থেকে খুলবে স্কুলের দরজা, জেলাশাসকদের পাঠানো হল নির্দেশিকা