আসানসোল পুরনিগম রেল কলোনির রাস্তা মেরামত করছে , খরচ ১৪ লক্ষ টাকা, কাজ পরিদর্শনে পুর প্রশাসক
.রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ নভেম্বরঃ আসানসোলের ওল্ড স্টেশন সংলগ্ন রেল কলোনি থেকে কেন্দ্রীয় বিদ্যালয় হয়ে আরাডাঙ্গা যাওয়ার রাস্তার মেরামতের কাজ শেষ পর্যন্ত আসানসোল পুরনিগম করছে। মঙ্গলবার আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় রাস্তা মেরামতের কাজ পরিদর্শন করেন। কাজ নিয়ে দায়িত্বে থাকা পুর ইঞ্জিনীয়ারদের প্রয়োজনীয় নির্দেশও তিনি।
পরিদর্শন শেষে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আসানসোলের ওল্ড স্টেশন সংলগ্ন কাল্লা দোমহানি যাওয়ার এই রাস্তাটি রেল কলোনির মধ্য দিয়ে যাচ্ছে। এই রাস্তার একটা বিরাট অংশ দীর্ঘদিন ধরে খারাপ ছিল। এই নিয়ে একাধিকবার রেলকে চিঠিও দেওয়া হয়েছিলে। এলাকার বাসিন্দারা বহুবার দাবি জানিয়ে এলেও রাস্তাটির সংস্কার কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত সাধারণ মানুষের কথা ভেবে আসানসোল পুরনিগম কতৃপক্ষ এই রাস্তাটি মেরামত করছে। এই কাজে প্রায় ১৪ লক্ষ টাকা খরচ হচ্ছে। রাস্তাটি নির্মাণের ফলে শুধু এই এলাকার মানুষ ও এই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষই নয়, কেন্দ্রীয় বিদ্যালয় ও আশেপাশের রেলওয়ে কলোনিতে যাওয়া লোকজনও অনেক সুবিধা পাবেন। উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেন, সহকারী ইঞ্জিনিয়ার অনির্বাণ মুখোপাধ্যায় , বিধান মুখোপাধ্যায় প্রমুখ।