KULTI-BARAKAR

কুলটি বোরো কার্যালয়ে বৈঠক , উপস্থিত একাধিক কাউন্সিলর

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল পৌর নিগমের অধীন কুলটি বোরো কার্যালয় , যেখানে বোরো সংখ্যা ৮,৯ ও ১০ এ মোট ২৮টি ওয়ার্ড রয়েছে । আসানসোল পৌর নিগমের নির্বাচন প্রায় ৬ মাস পার হয়ে যাওয়ার পরেও এখনও সম্পূর্ণ বোর্ড গঠণ না হাওয়াতে অর্থ্যাৎ বোরো চিয়ারম্যানের দায়ীত্ব সহ একাধিক দায়ীত্বের বন্টন না হাওয়াতে চরম সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে ওয়ার্ডে সধারন মানুষ এবং সাথে সাথে নির্বাচিত কাউন্সিলরদের। হাতে গুনা আর ক দিনের পর বাংলার সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব হতে চলেছে আর এই পরিস্থিতিতে পাড়ার পাড়ার সমস্যার কথা মাথা রেখে শুক্রবার কুলটি বোরো কার্যালয়ে করা হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক ।

যেখানে ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা উঠে ।এই বৈঠকটি পরিচালনা করেন আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সন্তোষ কুমার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হুসেন , সঞ্জয় ননীয়া , ঊষা রজক সহ অনেকে ।

Leave a Reply