জিৎপুর উত্তর রামপুর গ্রাম পঞ্চায়েতের ওয়াইফাই জোন সহ তিনটি প্রকল্পের উদ্বোধন
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের জিৎপুর উত্তর রামপুর গ্রাম পঞ্চায়েতের আজ তিনটি প্রকল্পের উদ্বোধন করা হলো যে প্রকল্প তিনটি হলো গ্রন্থাগার মা ও শিশুর কক্ষ ও ওয়াইফাই জোন ।এই তিনটি প্রকল্পের শুভ উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা বারাবনি মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয় ও জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক তমোজিৎ চক্রবর্তী মহাশয় এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি ফাল্গুনী কর্মকার ঘাসি,
ব্লক উন্নয়নের সহ আধিকারিক , জেলা সঞ্চালক আইজিপি কর্মসূচি সভাপতি শ্রী গৌতম কুমার পাল,জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ,সমাজসেবী ভোলা সিং ,জিৎপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী সহ আরো অনেকে ।




এদিন উপস্থিত প্রধান অতিথিরা ফিতা কেটে এই তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। এদিন মাননীয়া বিধায়ক বিধান উপাধ্যায় জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও বিভিন্ন পঞ্চায়েতেই পঞ্চায়েতে আগত সকল জনসাধারণের সুবিধার্থে বহু প্রকল্প মুখী উন্নয়ন হতে চলেছে যার মধ্যে এই তিনটি প্রকল্প অন্যতম ।যদিও পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের এই জিৎপুর পঞ্চায়েত একমাত্র প্রথম পঞ্চায়েত যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সব প্রকল্পের শুভ সূচনা প্রথম পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে ।এরজন্য জিৎপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী সহ সকল কর্মচারী ও কর্মীদের তিনি ধন্যবাদ প্রদান করেন ।
তমজিত চক্রবর্তী জানান যে এই জিৎপুর পঞ্চায়েত সালানপুর ব্লকের শ্রেষ্ঠ পঞ্চায়েত হিসেবে সবসময় এগিয়ে রয়েছে কারন এই পঞ্চায়েত যেকোন প্রকল্প সর্বপ্রথম করতে সফল হয় তাছাড়া টি বলেন এই যে তিনটি প্রকল্প আজ উদ্বোধন হল সেগুলি হল গ্রন্থাগার,মাও শিশুর কক্ষ, ও ফ্রী ওয়াইফাই জোন ।এই তিনটি প্রকল্পে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে ।
এইসকল এলাকায় বহু গরিব ছাত্র ছাত্রী রয়েছে যাদের অনলাইনে পড়াশুনা করতে হয় তাদের জন্যে এই ফ্রী ওয়াইফাই জোন, এছাড়া এলাকার মা ও শিশুরা প্রচুর সংখ্যায় এখন গ্রাম পঞ্চায়েতে আসেন ছোট ছোট শিশুদের নিয়ে মায়েরা অসুবিধায় পড়ে মাতৃদুগ্ধ পান করানোর জন্য এবং বাচ্চাদের খেলাধুলার জন্য সেইজন্যে শিশুদের দুধ পান করানো সহ খেলার একটি কক্ষ করা হয়েছে এবং একটি গ্রন্থাগার করা হয়েছে সেখানে এসে অনেক বই প্রেমী তাদের মূল্যবান সময় কাটিয়ে বই পড়তো পারবে ।
গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রী তাপস চৌধুরী মহাশয় বলেন আজকের এই তিনটি প্রকল্প আমরা পঞ্চায়েতের ফান্ড থেকেই প্রায় ডের লক্ষ খরচ করে এই তিনটি প্রকল্প গড়ে তুলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে এই জিৎপুর পঞ্চায়েতে সর্বদা এগিয়ে থাকবে ।এদিন বিশিষ্ট অতিথি ছাড়াও সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সুজিত মোদক, অপর্ণা রায়, রাসমণি বেশরা, বাবু সুর, ছন্দা দে, বাবলু ঘাসি সহ অনেকে উপস্থিত ছিলেন ।
চিত্তরঞ্জন গান্ধীযুব কৃষি খামার উন্নয়ন সমিতির পক্ষ আয়োজিত হল বিজয়া সন্মেলনী অনুষ্ঠান