ASANSOL

কুলটিতে কোনো দাদার অনুগামী নয় তৃণমূল কংগ্রেস বিজয় সম্মেলন বার্তা রাজ্য যুব নেতার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে কুলটি চলবল পুর এলাকার এক বেসরকারি হলে আয়োজিত হল বিজয়া সম্মেলন অনুষ্ঠান।একই সাথে কয়েকমাস পরে আসানসোল পৌরনির্বাচন আর তার আগে দলের সংগঠন মজবুত করতে এই বিজয়া সম্মেলন থেকে বার্তা দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্য যুবনেতা বিশ্বজিৎচ্যাটার্জী, এ ছাড়া মহেশ্বর মুখার্জী ও কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্য সহ আরো অনেকে।

দাদার অনুগামী নয়

এই বিজয়া সম্মেলনী থেকে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন যে কুলটি তে কখনই এক মঞ্চে প্রাক্তন কুলটি ব্লক সভাপতি মহেশ্বরমুখার্জী ও বর্তমান ব্লক সভাপতি কে কখনোই এক মঞ্চে দেখা যেতোনা কিন্তু আজকে একই মঞ্চে এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানে আছেন এই চিত্র কিন্তু বিধানসভা নির্বাচনের আগে কুলটিতে দেখা যায়নি কারন আগে যিনি দলের দায়িত্ব ছিলেন তিনি যদি প্ৰচেষ্টা করতেন সংগঠন নিয়ে তা হলে কুলটি থেকে তৃণমূল ৬০ হাজার ভোটে জয়ী হত। এবার এই উদ্যোগ টা আমরা নিলাম কারণ মনে হয়না তাঁদের কোনো চিন্তা ভাবনা আছে যে কুলটি ব্লকের ২৮টি ওয়ার্ড এ তৃণমূলকে জয়ী করতে হবে তাই

এই বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে একটাই চিন্তা থাকবে যে সমস্ত কর্মী সমর্থক দের একত্রিত করে কুলটি ব্লকের ২৮টি ওয়ার্ড থেকে তৃণমূল কে জয়ী করাতে হবে আর কুলটি তে কোনো দাদা জিন্দাবাদ নয় কারণ আমরা দল করি মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী কে নিয়ে।কারণ বিগত দিনে দেখবেন এই দাদার অনুগামী শুভেন্দু ও জিতেন্দ্র তেওয়ারির অনুগামী বলে ফেইসবুক পেজ চলতো আর তা এখন বন্ধ হয়ে গেছে আর যারা কুলটি তে দাদার অনুগামী হয়ে লড়তে চান তারা দাদার বড়ো করে ফটো গলায় নিয়ে ক্ষমতা থাকলে নির্দলে নির্বাচন জয়ী হয়ে দেখান।কারণ আগামী দিনে কুলটির শ্লোগান একটাই হবে আমরা মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ তৃর্ণমূল কংগ্রেস জিন্দাবাদ।

জিৎপুর উত্তর রামপুর গ্রাম পঞ্চায়েতের ওয়াইফাই জোন সহ তিনটি প্রকল্পের উদ্বোধন

Leave a Reply