আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে সিটিস্ক্যান ইউনিটের ট্রায়াল রান শুরু
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে আনুষ্ঠানিকভাবে চালু
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ৩ নভেম্বরঃ (Good News For Asansol ) আসানসোল জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালের মুকুটে আরো একটি পালক জুড়লো। দীর্ঘ প্রতিক্ষার পরে জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে বসলো সিটিস্ক্যান মেশিন। গত ১ নভেম্বর থেকে সিটিস্ক্যান ইউনিটের ট্রায়াল রান শুরু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, এখন সুপার স্পেশালিটি হাসপাতালে যে সব রোগী ভর্তি আছেন, আপাততঃ তাদের সিটিস্ক্যান করা হচ্ছে। আগামী কয়েক দিন এইভাবে ট্রায়াল চলবে। আগামী ১১ বা ১২ নভেম্বর রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি দল জেলা হাসপাতালে আসবেন। তারা সবকিছু দেখে সবুজ সংকেত দিলেই আমরা দ্বিতীয় সপ্তাহের শেষে এই ইউনিট আনুষ্ঠানিক ভাবে চালু করে দেবো। সুপার বলেন, দীর্ঘদিন ধরেই সিটিস্ক্যান ইউনিট চালু করা নিয়ে দাবি উঠছিলো। হাসপাতাল রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এই ইউনিট চালু করার জন্য সব সহযোগিতা করেছেন।
আসানসোল পুরনিগমের প্রাক্তন পুর প্রশাসক বোর্ডের সদস্য তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আসানসোলের মানুষদের কথা ভাবেন। জেলা হাসপাতালে বলতে গেলে সব ইউনিট চালু করা হয়েছে। রোগীদের আরো ভালো স্বাস্থ্য পরিসেবা দিতে, আর কি কি করা যায়, তাও রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর দেখছে।
প্রসঙ্গতঃ, জেলা হাসপাতালে সিটিস্ক্যান চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই পরীক্ষা করা অনেকটাই ব্যয় সাপেক্ষ। গরীব মানুষদের পক্ষে বাইরে ডায়াগনস্টিক সেন্টারে এই পরীক্ষা করা মুশকিল। এই ইউনিট চালু হলে গরীব মানুষেরা অবশ্যই উপকৃত হবেন।
ডিএভি পাবলিক স্কুলের অনলাইনে পড়াশোনার হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাক করে ভয়ঙ্কর ধরনের দুষ্কর্ম
I have completed Diploma in pharmacy course. I have above 15yrs experiences. I also know computer.