ASANSOL

আসানসোলে তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান

https://fb.watch/98Cmtqf_oE/

বেঙ্গল মিরর,আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলে তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান , এলাকায় চাঞ্চল্য। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে, সারা রাজ্যে গুটখা এবং তামাকজাত দ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য বাড়ানো হয়েছে। আজ আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ভাইস চেয়ারপারসন ডঃ অমিতাভ বসুর নেতৃত্বে অভিযান চালানো হয়। .

तंबाकू के खिलाफ अभियान

আসানসোল বাজার, স্টেশন রোড, রাহালেন প্রভৃতি এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় কর্পোরেশনের অফিস সুপারিনটেনডেন্ট -বীরেন অধিকারী, ইঞ্জিনিয়ার নয়ন নস্কর সহ কর্পোরেশনের কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন। আসলে কর্পোরেশন সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পায় যে রাজ্য সরকারের ঘোষণার পরেও অনেক দোকানদার গোপনে গুটখা এবং পান মসলা বিক্রি করছে। এগুলি বন্ধ করতেই আজ এই অভিযান শুরু করেছে কর্পোরেশন। ড: অমিতাভ বসু বলেন, আগামীকাল কর্পোরেশন হেডকোয়ার্টারে বৈঠক হওয়ার কথা রয়েছে। ছটের পর ব্যাপক অভিযান চালানো হবে।

Barakar में अतिक्रमणकारियों को अल्टीमेटम, मचा हड़कंप 

Coal Smuggling Case : LALA के 4 सहयोगियों को नहीं मिली जमानत

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *