BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন শহরের ছট ঘাট গুলি এখনও রয়েছে অপরিস্কার, অসুবিধার মধ্যে ছট ব্রতীরা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আর মাত্র একটা দিন তারপরএই শুরু আস্থার উৎসব ছট পূজা।আর এইপুজো সকলেই পালন করে থাকে। চিত্তরঞ্জন শহর জুড়েও এই উৎসব হয়ে থাকে ধুম ধামের সাথে আস্থার সাথে পালন করে এই পুজো।
কিন্তু চিত্তরঞ্জন শহরে যেসকল ঘাট গুলিতে ছট ব্রতীরা পুজো করে তার মধ্যে বেশির ভাগ ঘাট গুলি অপরিষ্কার কচুড়িপানায় ভরে রয়েছে ।ফলে অসুবিধার মধ্যে রয়েছে অনেক ছট ব্রতী।বিশেষ করে চিত্তরঞ্জন এর হাসপাতাল কলোনির জলাশয় ভরে আছে ঘন কচুরিপানায় আর অন্যদিকে প্রতিমার কাঠামোসহ প্লাস্টিক ফুল ও নানা আবর্জনায়।

এই অবস্থায় অতি দ্রুত এই জলাশয় পরিষ্কার করার দাবি জানিয়েছেন চিত্তরঞ্জনের অন্যতম শ্রমিক সংগঠনের নেতা ইন্দ্রজিৎ সিং। তিনি বলেন একদিনের মধ্যেই জলাশয় পরিষ্কার না করলে পুণ্যার্থীদের নোংরা জলেই স্নান করতে হবে যা অত্যন্ত অবমাননাকর । ৮ নভেম্বর থেকেই ছটের পূজো অর্চনা ক্রিয়া কর্ম শুরু হয়ে হয়ে গেছে কিন্তু হাসপাতাল কলোনির জলাশয়ের চেহারা এখনো অত্যন্ত অস্বস্তিকর । সেখানে গিয়ে দেখা গেল ঠিকাদারের লোকজন জলাশয়ের পাড় থেকে জঙ্গল পরিষ্কার করছেন কিন্তু তারা জানিয়ে দেন জলাশয় পরিষ্কার করার দায়িত্ব তাদের নয়।বিষয়টি চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আধিকারিককে জানালে তিনি বলেন গত বছর কিভাবে এই ব্যবস্থা করা হয়েছিল তা দেখে অতি দ্রুত তিনি উপযুক্ত পদক্ষেপ করবেন।এদিকে এই জলাশয় যার দায়িত্বে সেই শান্তনু বোস বলেন তিনি নিজের উদ্যোগে অতি দ্রুত জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করার করছেন যাতে ছট পুণ্যার্থীদের কোন অসুবিধা না হয়।

দূর্গাপুরে জমি নিয়ে পারিবারিক বিবাদ,দাদার ধারালো দায়ের কোপে জখম দুই ভাই

বরাকরে ফুটপাথ দখল করে থাকা ব্যবসায়ীদের কড়া নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *