Bengali NewsDURGAPUR

দূর্গাপুরে জমি নিয়ে পারিবারিক বিবাদ,দাদার ধারালো দায়ের কোপে জখম দুই ভাই

বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী , দূর্গাপুর : জমি নিয়ে পারিবারিক বিবাদ,দাদার হাসুয়ার কোপে জখম দুই ভাই। একজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তেজনা দূর্গাপুরে। জমি নিয়ে পারিবারিক বিবাদের জের, দাদার ধারালো দায়ের কোপে গুরুতর জখম দুই ভাই। এদের মধ্যে এক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক,অবস্থার অবনতি হওয়ায় তাকে দূর্গাপুর মহকুমা হাসপাতালে সিসিইউ ইউনিট এ নিয়ে আসা হয়। দূর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সুকান্ত পল্লীর এই ঘটনায় এখন আকাশ পাল নামে অভিযুক্ত ঐ যুবক পলাতক

। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়,পারিবারিক একটি জমি নিয়ে প্রথম আকাশ পালের সাথে গোলক পালের গন্ডগোল বাঁধে, দু এক কথা হতে হটাৎই আকাশ তার ভাই গোলক পালের ওপর চড়াও হয় বলে অভিযোগ, হাতের সামনে থাকা ধারালো দা দিয়ে এইবার আকাশ তার ভাই গোলককে কোপ মারে। মাথার পেছনে আঘাত লাগায় গুরুতর জখম গোলক পালকে নিয়ে আসা হয় দূর্গাপুর মহকুমা হাসপাতালে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের সিসিইউ তে ভর্তি করা হয় গোলক পালকে, গোলককে বাঁচাতে গিয়ে আকাশের দায়ের কোপে হাতে আর মাথায় আঘাত পেয়ে তার আরেক ভাই রনি পাল গুরুতর জখম হন, তাকেও দূর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আকাশ পাল পলাতক। এই ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে দূর্গাপুরে। পুলিশ অভিযুক্তর সন্ধানে তল্লাশি শুরু করেছে।

Leave a Reply