ASANSOLBengali News

আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সংকট, সিটি কেবলের পক্ষ থেকে তিনদিনের রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ নভেম্বরঃ একে করোনা। তারপর উৎসবের মরশুম। সবমিলিয়ে এই সময়ে চরম রক্ত সংকট দেখা দিয়েছে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। রক্তের অভাবে অনেক রোগী ও তাদের পরিবারকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। গত দুই বছরে সমাজের বিভিন্ন কাজের মতো রক্তদান শিবিরের করার বিরূপ একটা প্রভাব পড়েছে। বলতে গেলে গত দুবছরে রক্তদান শিবির করা হয় নি। যা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এমন পরিস্থিতিতে আসানসোল শিল্পাঞ্চল তথা জেলার মানুষকে এই সমস্যা ও সংকট থেকে বাঁচাতে ও তাদের পাশে দাঁড়াতে সিটি কেবলের পক্ষ থেকে তিনদিনের একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

Siti Cable


শনিবার থেকে আসানসোলে বার্নপুর রোডের রবীন্দ্র নগর উন্নয়ন সমিতির সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে এই রক্তদান শিবির। এদিন শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, তৃনমুল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল পুরনিগমের কনেভেনার ভি শিবদাসন তরফে দাসু , প্রাক্তন কাউন্সিলার ববিতা দাস, পবন গুটগুটিয়া, শিক্ষাবিদ এ কে শর্মা, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডঃ নিখিল চন্দ্র দাস, আসানসোল আদালতের আইনজীবী বাণী মণ্ডল ও অমিতাভ মুখোপাধ্যায় এবং রক্ত দান আন্দোলনের নেতা প্রবীর ধর। এই রক্তদান শিবিরের আয়োজক সিটি কেবেলের জয়দীপ মুখোপাধ্য়ায় জানিয়েছেন, আগামী তিন দিন ধরে চলা এই শিবির ৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । প্রথম দিন এখানে ১৩৪ জন রক্ত দিয়েছেন।

Siti Cable

TMC विजया मिलन में, नेताओं ने निगम चुनाव जीतने का लक्ष्य रखा सामने 

ASANSOL में सड़क हादसा, ऑटो चालक समेत 2 की मौत

Leave a Reply