আসানসোল পুরনিগমের উদ্যোগে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী পালন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৪ নভেম্বরঃ গোটা দেশের সঙ্গে রবিবার আসানসোলেও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে যথাযথ সম্মানের সঙ্গে তাকে স্মরণ করা হয়। এদিন আসানসোল পুরনিগমের তরফে শহরের ট্রাফিক মোড়ের কাছে নবনির্মিত নেহেরু পার্কে পণ্ডিত নেহরুর প্রতি শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জওহরলাল নেহেরুর মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও পুরনিগমের ওএস বীরেন্দ্র অধিকারী, কল্লোল রায় , পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম সহ অন্যান্যরা পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এই অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু শুধু একজন স্পষ্টভাষী স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, প্রধানমন্ত্রী হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। সে সময় দেশের সামনে অর্থনৈতিক, সামাজিক সহ নানা ধরনের চ্যালেঞ্জ ছিল। দেশভাগের ক্ষত তখনও শুকিয়ে যায়নি। জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যা দেশকে পিতৃহীন করে দিয়েছিল। কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু সাহসিকতার সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। জওহরলাল নেহেরু শিশুদের খুব ভালবাসতেন। শিশুরাও তাকে আদর করে চাচা নেহেরু বলে ডাকতো। তাই পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটিকে শিশু দিবস হিসেবেও পালন করা হয়।