ইসিএলের পরিত্যক্ত আবাসনে জুয়ার আসরে পুলিশের হানা ধৃত ৪, আটক চারচাকা ও টাকা
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ নভেম্বরঃ আসানসোলের কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির ডিসেরগড়ের কিলবার্ণ এলাকায় ইসিএলের পরিত্যক্ত আবাসনে জুয়ার আসর। রবিবার রাতে সেই আসরে পুলিশের অভিযান। ৪ জুয়াড়ি গ্রেফতার সহ একটি চারচাকা ও নগদ ৮২ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতরা আসানসোল ও বার্ণপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।




সোমবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পায় যে ডিসেরগড়ের কিলবার্ণ এলাকার একটি পরিত্যক্ত ইসিএলের আবাসনে জুয়ার আসর বসেছে। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে চার জন জুয়াড়িকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, নির্দিষ্টভাবে খবর ছিলো যে ঐ পরিত্যক্ত আবাসনের ভেতরে জুয়ার আসর বসেছে। তারপর সেই জুয়ার আসর অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রের খবর, কুলটির বরাকর ও পুরুলিয়ার পারবেলিয়ার জুয়াড়িরা এই জুয়ার আসর চালাতো। উল্লেখ্য, বেশ কিছু দিন আগে আসানসোলের জিটি রোডের একটি বড় হোটেলে জুয়ার আসর বসেছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ধরেছিলো বিভিন্ন রাজ্যের জুয়াড়িদের।