WB School Reopens : জেলায় ২১৯ টি স্কুল খুললো, খুশি পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা, মানা হলো কোভিড বিধি, দেওয়া হলো চকলেট, গোলাপ ফুল ও মিষ্টি
বেঙ্গল মিরর,.রাজা বন্দোপাধ্যায়, সৌরদীপ্ত সেনগুপ্ত ও দেব ভট্টাচার্য আসানসোল, ১৬ নভেম্বরঃ ( WB School Reopens ) করোনার কারণে প্রায় দেড় বছর পরে রাজ্য সরকারের নির্দেশ পশ্চিম বর্ধমান জেলায় মঙ্গলবার খুললো ২১৯ টি স্কুল। জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের অনুমান ছিলো, প্রথম দিন স্কুলে অন্ততঃ ১ লক্ষ ১০ হাজার পড়ুয়ারা হাজির হবে। কিন্তু, তা অবশ্য এদিন হয়নি। জানা গেছে, এদিন কোন স্কুলে ৬০ শতাংশ, কোন স্কুলে ৫০ ও কোন স্কুলে ৪০ শতাংশ পড়ুয়ারা আসে। হাতে গোনা কয়েকটি স্কুলে ৮০ থেকে ৯০ শতাংশ পড়ুয়া আসে। জেলার সব স্কুলে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলা হয়েছে।
রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগেই স্কুলে স্কুলে স্কুল খোলার গাইডলাইন পাঠানো হয়েছিলো। এদিন সেই অনুযায়ী স্কুলপড়ুয়াদের স্কুলে প্রবেশ করানো হয়। গেটে পড়ুয়াদের হাতে স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হয়। স্কুলের তরফে পড়ুয়াদের বলে দেওয়া হয়, তাদেরকে কি কি করতে হবে ও কি কি করা যাবেনা। একটা ক্লাসের পড়ুয়াদের দুটি রুমে ভাগ করে বসানোর ব্যবস্থা করা হয়। কোন স্কুলে একটি বেঞ্চে দুজন পড়ুয়া বা আবার কোন বেঞ্চে একজন করে পড়ুয়া বসানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রত্যেকটি স্কুলে একটি করে আইসোলেশন রুমও করা হয়েছে। যদি কোন পড়ুয়া অসুস্থ বোধ করে সঙ্গে সঙ্গে তাকে ঐ আইসোলেশন রুমে রাখা হবে।
( WB School Reopens ) এদিন আসানসোলের উষাগ্রাম স্কুল ও চেলিডাঙ্গা স্কুলে পড়ুয়াদের মিষ্টি খাওয়ানো হয়। সেন্ট জোসেফ হাইস্কুলে পড়ুয়াদের গোলাপ ফুল ও চকলেট দেওয়া হয়। স্কুলে এতদিন পরে আসতে পেরে পড়ুয়ার খুবই খুশি। স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও পড়ুয়াদের স্কুলে পড়ানোর সুযোগ পেয়ে খুশি।
জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা এদিন বলেন, কোভিড বিধি মেনে স্কুল খোলা হয়েছে। স্কুলে প্রবেশ করার আগে স্কুল পড়ুয়াদের হাতে দেওয়া হয়েছে স্যানিটাইজার। যারা মাস্ক পরে আসেনি, তাদেরকে সতর্ক করে মাস্ক দেওয়া হয়েছে।