ASANSOL

অতিরিক্ত পরিমাণে বালি বোঝাই তিনটি লরি আটক, গ্রেপ্তার ৩

বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী, দুর্গাপুর : বৃহস্পতিবার সারারাত অভিযান চালিয়ে তিনটি অতিরিক্ত পরিমাণে বালি বোঝাই লরি আটক করল কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর শুক্রবার ভোর রাত্রে কাঁকসার ডোমরা এলাকায় কুনুর নদীর ব্রিজের কাছে পানগর মোড় গ্রাম রাজ্য সড়কে নদী গুলিকে আটক করে পুলিশ।
পাশাপাশি ওই তিনটি লরির চালককেও গ্রেপ্তার করা হয়।

ধৃত লরির তিন চালককে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃতরা হলেন শেখ শাহীন, মাহিদুল গাজি, নুরজামান ঢালি ধৃতরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।

Leave a Reply