ASANSOL

আসানসোলে একাধিক রেশন ডিলার সাসপেন্ড, প্রতিবাদে ডিসি অফিসে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পশ্চিম বর্ধমান জেলার একাধিক রেশন ডিলার এর সাথে সালানপুর ব্লক এর এক সাসপেন্ড করে দেওয়ার ঘটনায় জেলা জুড়ে শোরগোল পড়েছে। তবে শুধু সালানপুর ব্লকই নয় , কুলটি ও জামুড়িয়া ব্লকে দুই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে । খাদ্য দপ্তর এই সব ডিলারদের বিরুদ্ধে প্রধান যে অভিযোগ এনেছে তা হল আশানুরূপ হারে রেশন কার্ড অথেন্টিকেশন না করা । যদিও রেশন ডিলাররা বলছেন তারা সমস্ত অসুবিধা সহ্য করেও রেশন কার্ড অথেন্টিকেশন করানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন কিন্তু যান্ত্রিক ত্রুটি ও ইন্টারনেট সংযোগ ঠিকমত না হওয়ায় অথেন্টিকেশন আশানুরূপ হচ্ছে না ।

রেশন ডিলার সাসপেন্ড

তাছাড়া একই পরিবারে আরকেএস -১ , আরকেএস -২ , পিএইচএইচ সহ চারধরণের কার্ড থাকায় অথেনটিকেশন করাতে অসুবিধা হচ্ছে । বড়ো অসুবিধা হচ্ছে ঐসব পরিবারের সবাইকেই রেশন অফিসে আসতে হচ্ছে । এতে রেশন গ্রাহকেরা বিক্ষুব্ধ হয়ে পড়ছেন । এই অবস্থায় সালানপুর ব্লকের কুসুমকানালির ডিলার মালা দত্তকে সাসপেন্ড করা সম্পূর্ণ অনভিপ্রেত বলে দাবি জানিয়ে আজ ২৬ নভেম্বর ব্লকের সমস্ত ডিলার একযোগে বৈঠক করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন মালা দত্ত’র সাসপেনশন প্রত্যাহার করা না হলে তারা সকলেই ডিলারশিপ ছেড়ে দেবেন ।

তারা আরো বলেন সাসপেন্ড হওয়া ডিলারের অধীনে থাকা গ্রাহকদের পাশের ডিলারের সঙ্গে জুড়ে দেওয়া হবে বলা হয়েছে কিন্তু তাদের প্রশ্ন পাশের ডিলারও ঐ একই অসুবিধায় নাস্তানাবুদ হয়ে আছেন তারা কিভাবে সাসপেন্ড হওয়া ডিলারের গ্রাহকদের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন? এদিকে ২৫ নভেম্বর আসানসোল মহকুমা জুড়ে বড় ধরনের বৈঠক করেন ডিলারেরা।সেখানে এই মহকুমার প্রতিটি ব্লকের ডিলারেরা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন উপযুক্ত অর্থ না পেলে তারা কোনভাবেই দুয়ারে রেশন পৌঁছে দিতে পারবেন না।তাদের দাবি রেশন কার্ড থাকলেই তাদের রেশন দিতে বলছেন সরকার এবং তা তারা দিতেও বাধ্য কিন্তু রেশন কার্ডে ভুল থাকলে প্রশাসন সেই কার্ডগুলো তুলে নিক তাহলে তাদের আরকোন দায় থাকবে না।এদিকে ডিলারশিপ ছেড়ে দেওয়ার বিষয়ে সহমত পোষণ করে প্রতিটি ব্লক অ্যাসোসিয়েশনের সম্পাদকেরা রেজোলিউশনে স্বাক্ষর করেছেন ।

রানীগঞ্জ ব্লক রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষে সম্পাদক শ্যামল মন্ডল , হিরাপুরের এন কে সিং , জামুড়িয়ার সজল চ্যাটার্জি , কুলটির মাধব সাধু, বারাবনির চিন্ময় মাজি , সালানপুরের শম্ভুনাথ মাজি,আসানসোলের আর কে সিং এবং বরাকরের তপন ভদ্র একযোগে তাদের ব্লকের সমস্ত রেশন ডিলারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন । তারা বলেছেন ডিসেম্বর মাসেও সবার অথেন্টিক না হলে সেইসব কার্ডের বিষয়ে প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা তাদের লিখিত ভাবে জানাতে হবে কারণ রেশন গ্রাহকেরা রেশন না পেলে রেশন ডিলারদের উপর প্রচন্ড রকম অভিযোগ আনছেন।এদিকে ২৫ নভেম্বর মহকুমায় চূড়ান্ত পর্যায়ের এই মিটিংয়ের পর সালানপুর ব্লকের ৫ বরিষ্ঠ রেশন ডিলার তাদের ডিলারশিপ চালাতে অপরক বলে জানিয়ে ডিলারশিপ ছেড়ে দিতে চলেছেন বলে জানিয়েছেন।তবে ডিলারশিপ ছাড়তে ইচ্ছুক ডিলারদের প্রশাসন মুক্তি দিচ্ছে না বলেও ডিলাররা দাবি করেন ।

এদিকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মহাকুমা স্তরের সংগঠন থেকে নেওয়া হবে বলে এসোসিয়েশন সূত্রে জানা গেছে । তার আগে কুলটি জামুড়িয়া ও সালানপুরের ডিলারদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার , সংশ্লিষ্ট বিডিও ও জেলা প্রশাসনের কাছে । এ প্রসঙ্গে সালানপুর বিডিও অদিতি বসু বলেন রেশন ডিলারদের অবস্থা স্বাভাবিক করার জন্য যথাযথ জায়গায় কথা বলব । বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান বলেন , সরকারি প্রকল্প ধৈর্য ধরে রূপায়ণ করতে হবে । তৃণমূল নেতা ভোলা সিং বলেন যে কোনো বিষয়ে আগে আলোচনা করে নিলে সুবিধা হয়।এখন দেখার এই অবস্থার কি সমাধান বের হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *