DURGAPUR

দুর্গাপুরে যশোদা হাসপাতালের ক্লিনিক এর উদ্বোধন

বেঙ্গল মিরর, দুর্গাপুর : বৃহত্তম সুপার স্পেশালিটি হাসপাতালগুলির মধ্যে হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল  অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার জন্য  দেশের একটি অন্যতম বৃহত্তম হাসপাতাল হিসেবে পরিগণিত।  ১৯৮৯ সালে হায়দ্রাবাদে  প্রতিষ্ঠিত   পঞ্চাশ বেডের এই নার্সিং হোমটি আজ দেশের  এক বৃহত্তম বেসরকারি হাসপাতাল হিসেবে পরিগনিত হয়েছে।বর্তমানে হায়দ্রাবাদে যশোদা গ্রুপ অফ হস্পিটালস  অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সহ  তিনটি সম্পুর্ন স্বাধীন হাসপাতাল পরিচালনা করছে।


যশোদা হাসপাতাল  গতকাল দুর্গাপুরের সিটি সেন্টারে একটি উন্নতমানের সুপার স্পেশালিটি ক্লিনিক উদ্বোধন করলো।     বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে যশোদা হসপিটালের  চিকিৎসকরা নিয়মিত দুর্গাপুরে আসবেন। এখানে টেলিমেডিসিন এর ব্যবস্থা ও আছে। সিটি সেন্টারের আম্বেদকর সরণিতে এই ক্লিনিকটির উদ্বোধন করলেন দুর্গাপুরের উপ মহা নাগরিক শ্রীমতী অনিন্দিতা মুখার্জি ও এই হসপিটালের একটি বিভাগের বিভাগীয় প্রধান কার্তিহাইভেলান গনেশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *