তৃনমুলের পক্ষ থেকে কম্বল বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল ঃ আসানসোল পৌরনিগমের ওয়ার্ড সংখ্য়া ৮৭তে তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলো। রবিবার সন্ধ্য়ায় ডামরা এলাকায় অনুষ্ঠানের মাধ্য়মে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউনসিলার সুকুল হেম্ব্রম, মন্জু রায়, ওয়ার্ড সভাপতি স্বপন বাউরী, সমীর চট্টরাজ, বাদল মিশ্র, নিতাই নাগ, সন্জয় রায়, তুরোন চক্রবর্ত্তী, মীঠূ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।