DURGAPUR

দূর্গাপুরে নবম শ্রেণির স্কুল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ২৯ নভেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলার ইস্পাত নগরী দূর্গাপুরে নবম শ্রেণির এক স্কুল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। সোমবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দূর্গাপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণির স্কুল পড়ুয়ার নাম উৎসব চক্রবর্তী(১৪)।

দূর্গাপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সেন্ট জেভিয়ার্স স্কুলে পরীক্ষা চলছিল। উৎসব চক্রবর্তী সেই পরীক্ষা দিতে আসে। পরীক্ষার পরে বাড়ি যাওয়ার পথে মাথা ঘুরে পড়ে যায় উৎসব । সে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে অচৈতন্য অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমারজেন্সি বিভাগের চিকিৎসক উৎসবকে মৃত বলে ঘোষণা করেন।


উৎসবের বাবা উজ্জ্বল চক্রবর্তী একটি বেসরকারি কারখানায় চাকরি করেন। মৃত উৎসব দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা। খবর পেয়ে অসুস্থ হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি উৎসবের মা ও দাদু।
এই ঘটনা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল জানান, এখনই মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। মৃতদেহ ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

Leave a Reply