Bengali NewsDURGAPUR

দূর্গাপুরের ঘটনা, জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো ট্যাঙ্কার

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ২৯ নভেম্বরঃ পথ দুর্ঘটনা ঘটলো পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের কাঁকসা থানার পানাগড় গ্রাম সংলগ্ন ২নম্বর জাতীয় সড়কে। সোমবার ভোরবেলা একটি তেল ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ২ নং জাতীয় সড়কের রেলিং ভেঙে সার্ভিস রোডে রাস্তার ধারে উল্টে যায়। সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।

দীর্ঘক্ষণের চেষ্টায় তিনটি ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্যাংকারটিকে রাস্তা থেকে উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সার্ভিস রোডে ট্যাঙ্কারটি উল্টে যাওয়া রাস্তায় গাড়ি চলাচল ব্যহত হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ভোরবেলায় চালক ঘুমিয়ে পড়ার জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই দুর্ঘটনায় কোন মৃত্যু না হলেও ট্যাঙ্কারের চালক ও খালাসি সামান্য আহত হয়। জানা গেছে ট্যাংকারটি হলদিয়া থেকে পানাগড়ের ২ নং জাতীয় সড়ক দিয়ে দুর্গাপুর হয়ে নেপাল যাচ্ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *