বারাবনিতে আক্রন্ত বিজেপি কর্মী ও পরিবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:-ফের আক্রন্ত বিজেপি কর্মী ও তার পরিবার।বারাবনি বিধান সভা অন্তর্গত গৌরান্ডি ছাতা ডাঙ্গা এলাকার বাসিন্দা তথা বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি বাপি প্রধান ও তার মা মঙ্গলবার সকালে কিছু দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় বলে জানা যায়।বাপি প্রধান অভিযোগ করেন তৃণমূলের দুই দুষ্কৃতী আকবর আলম ও তার সহ এক সহ কর্মী মিলে এসে তাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করে তার মা বাঁচাতে এলে তার মায়ের উপর হামলা করা হয়।এবং বাড়ি ঘেরাও করে অবশেষে বারাবনি থানায় ফোন করে জানালে পুলিশ আসে ও পুলিশকে দেখে তারা শান্ত হয়ে পড়ে।তিনি অভিযোগ করেন ভোটের পর থেকে ঘরছাড়া ছিলেন,মাসে পাঁচ দিন তিনি বাড়ি আসেন তার পরেও তার পরিবারের উপর হামলা করা হয়।তাকে বলা হয় বাড়ি ছেড়ে নেপাল চলে যেতে,এই এলাকায় বিজেপি কেউ করতে পারবে না আর বাড়ি ছেড়ে না গেলে তার উপর আরো হামলা করা হবে।
এই প্রসঙ্গে জেলা যুব মোর্চার বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন বারাবনিতে বিজেপি কর্মীদের উপর হামলা নতুন কোনো বিষয় নয়,নির্বাচনের পর থেকে বহু কর্মী ঘরছাড়া ছিলেন হাই কোর্টের নির্দেশে পূনরায় তাদের বাড়ি ফেরানো হয়েছে তা সত্বে আজ আবার পূনরায় তৃণমূল কংগ্রেসের দুই দুষ্কৃতী মিলে যুব মোর্চার মন্ডল সভাপতির বাড়ি গিয়ে হামলা করে এবং তার মায়ের উপরে হামলা করে,এই বিষয়ে পুলিশ কমিশনারকে জানানো হয়েছে দেখা যাক পুলিশ কি করে না হলে পূনরায় আন্দোলন শুরু হবে।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় জানান যে আজকের ঘটনা যা ঘটেছে সেটা সঙ্গে কোনো রাজনৈতিক সঙ্গ নেই,এটা তাদের নিজেদের ব্যবসাগত ঝামেলা সেটা এখন বর্তমানে বিজেপি দল রাজনৈতিক রঙ লাগাচ্ছে।বাপি প্রধান বিজেপি করতো এবং এখনো করে সে ঘরছাড়া ছিলো কিন্তু বর্তমানে সবাই শান্তিতে রয়েছে কোনো রাজনৈতিক ঝামেলা আর নেই।মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরো রাজ্যের মানুষ শান্তিতে রয়েছে।এমনিতেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে তারা যেনো ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেয়।