ASANSOL

আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :বৃহস্পতিবার সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশের অন্তর্গত আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক সচেতনতামূলক একটি র‌্যালির আয়োজন করা হয়। আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সুকান্ত ব্যানার্জীর নেতৃত্বে ওই ট্রাফিক সচেতনতা র‌্যালির আয়োজন করা হয় আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জুবিলী মোড় থেকে ।

ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি

সেই রেলিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল মানবেন্দ্র দাস , ট্রাফিক ইন্সপেক্টর জিতেন্দ্র শর্মা, ওসি নর্থ ট্রাফিক গার্ড অর্ণব মন্ডল, আইসি জাহাঙ্গীরি মহল্লা কার্তার সিং সহ পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক ও কর্মীরা। ওই ট্রাফিক সচেতনতা র‌্যালি এসে শেষ হয় এইচ এল জি হাসপাতাল মোড়ে। ওই সময় বেশ কিছু বাইক আরোহীকে ট্রাফিক সচেতনতা সম্পর্কে অবহিত করেন এসিপি ট্রাফিক সুকান্ত ব্যানার্জী। পাশাপাশি বিভিন্ন দু চাকা ও চার চাকা গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ ও সচেতনতামূলক স্টিকার লাগাতে দেখা যায় পুলিশকর্মীদের।

বস্তুত উল্লেখ্য, আসানসোল শিল্পাঞ্চলে ট্রাফিক সচেতনতা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের এই পরিকল্পনা শুরু হয় বুধবার । এই পরিকল্পনায় বিশেষ করে টু হুইলার চালানোর সময় হেলমেট ব্যবহার করা উচিত, এটা মুলতঃ সচেতনতার প্রচারে গুরুত্ব দেওয়া হবে। তারজন্য পুলিশের উদ্যোগে বিশেষ ছাড়ে হেলমেট কেনার সুবিধা পাবেন আসানসোল শিল্পাঞ্চলের মানুষ।
এদিকে পুলিশ কমিশনার ইতিমধ্যেই গত বুধবার জানিয়েছেন আগামী দু মাস অর্থাৎ ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পুলিশের এই সচেতনতামূলক অভিযান চলবে । এই দুমাস সময়ের মধ্যে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার এলাকায় ।

এই প্রচার চলাকালীন যে কাউকে হেলমেট ছাড়া গাড়ি চালাতে দেখা যাবে তাদের কাছ থেকে জরিমানা আদায়ের পরিবর্তে পুলিশ তাদের গাড়ির কাগজপত্র এনে হেলমেট কিনতে উৎসাহিত করা হবে। যাতে ভবিষ্যতে তারা আর হেলমেট ছাড়া গাড়ি না চালান। যাদের গাড়ি ধরা হবে তারা হেলমেট কিনে নিয়ে এলে তবেই তাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। এদিকে পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু দোকানের সঙ্গেও আলোচনার মাধ্যমে কথাবার্তা চালাচ্ছে যাতে হেলমেট কিনলে ছাড় দেওয়া যায়। সেইসব দোকানিরাও ট্রাফিক সচেতনতার জন্য সেই ছাড় দিতে রাজি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *