BARABANI-SALANPUR-CHITTARANJAN

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ২১শে ডিসেম্বরে রক্তদান শিবির আয়োজন করবে

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনী : মঙ্গলবার ভানোড়া প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, বারাবনী চক্রের একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের চক্রের সভাপতি বরুণ বাউরীর নেতৃত্বে এই আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন জিপি কনভেনর সহ মূল কমিটির সদস্য-সদস্যাগণ।


আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২১/১২/২০২১, মঙ্গলবার ভানোড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। উক্ত শিবিরে রক্তদান করবেন বলে অঙ্গীকারবদ্ধ হন সংগঠনের বহু শিক্ষক-শিক্ষিকাগণ। রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও দলীয় নেতৃত্বের সার্বিক সহযোগিতা পাওয়া যাবে বলে জানান বরুণ বাবু। অনুষ্ঠানটিকে সফল করতে সকল সদস্য-সদস্যাকে তিনি নির্দেশ দেন।

Leave a Reply