দুই নাবালিকাকে যৌন পেশায় লিপ্ত করতে এসে ধরা পড়লো পাচারকারী
বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী, দুর্গাপুর: দুই নাবালিকাকে ফুসলিয়ে দুর্গাপুরের কাদারোড যৌনপল্লী যৌন পেশায় লিপ্ত করতে এসে বুধবার হাতেনাতে ধরা পড়লো এক যুবক। দুর্গাপুর দুর্বার সমিতির কর্মীরা ওই দুই নাবালিকাকে উদ্ধার করে। ওই পাচারকারী যুবককে দুর্বার সমিতির অফিসে আটক করে রেখে পুলিশি খবর দেয়। ঘটনাস্থলে ওয়ারিয়া ফাঁড়ির পুলিস এসে নাবালিকাদের উদ্ধার করে ও অভিযুক্ত পাচারকারী যুবক মনিরুল মন্ডাল আটক করে নিয়ে যায়।
দুর্বার সমিতির সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালিকাকে ওই যুবক বেনারস থেকে নিয়ে আসে। যুবক রাজস্থান জয়পুর ও পশ্চিম বাংলার গৌহাটিতে বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে
Durgapur में तृणमूल प्रदेश सचिव का काफिला दुर्घटनाग्रस्त