KULTI-BARAKAR

পিকআপ ভ্যান এর ধাক্কায় বিদ্যুৎ এর খুঁটি ভেঙে পুকুরে

বেঙ্গল মিরর, কাজল মিত্ৰ :-আসানসোলের কুলটি থানার অন্তর্গত রানীতলা এলাকায় একটি D8758 নম্বরেরপিকাপ ভ্যান টোটো কে ধাক্কা মারে পালতে গিয়ে রানীতলা দক্ষিণ এলাকায় ঢুকে পড়ে এরপর ঐ এলাকার একটি মন্দিরে ধাক্কামারে সেখান থেকে আবার পুকুরপাড়ে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে যারফলে বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে যায় এবং বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের জলে পড়ে ।ফলে অল্পের জন্য রক্ষা পাই পুকুরে স্নান করতে আসা কিছু মহিলা ও পুরুষ ।

এ মতো অবস্থায় এলাকার মানুষ ওই পিকাপভেন সহ চালক কে আটকে রেখে কুলটি থানার পুলিশ কে খবর দেয়।ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছে পিকাপভেন সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় ।বিদ্যুতের খুটি ভেঙে পড়াতেই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ।

Leave a Reply